1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. hasan@dainikbijoyerbani.com : Hasan :
  3. zakirhosan68@gmail.com : dev : dev
ভান্ডারিয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় -ইসি - dainikbijoyerbani.com
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৭:০১ অপরাহ্ন

ভান্ডারিয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় -ইসি

 

মোঃ ফেরদৌস মোল্লা
পিরোজপুর জেলা প্রতিনিধি:
ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশন এর নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অবঃ)। পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দীন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রাণী ধর, জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জিয়াউর রহমান খলিফা, উপজেলা নির্বাচন শেখ জাহিদুর রহমান মেয়র প্রার্থী ফায়জুর রশিদ খসরু (নৌকা প্রতীক), মোঃ মাহিবুল হোসেন মাহিম (বাই সাইকেল) প্রমূখ। ইসি সভায় প্রার্থীদের বিভিন্ন প্রশ্ন ও অভিযোগ সম্পর্কে উত্তর দেন, অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন আচরণবিধি মেনে চলার নির্দেশ প্রদান করেন। তিনি আরও বলেন, ভোট চলা কালিন সময় প্রতিটি ভোট কেন্দ্র সিসি ক্যামেরা থাকবে। যা নির্বাচন কমিশন সরাসরি পর্যবেক্ষণ করবেন।কোন অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে।

নির্বাচন উপলক্ষে আয়োজিত এ সভায় প্রতিদ্বন্দী ২ মেয়র প্রার্থী, সংরক্ষিত আসনের কাউন্সিলর (মহিলা) তিন ওয়ার্ডে ১৩জন, সাধারণ আসনের কাউন্সিলর ৩৯ জন প্রার্থী অংশ নেন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ জুলাই সোমবার ভান্ডারিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯টি ভোট কেন্দ্রে ৬৮টি কক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত “ইভিএম” এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার ২২ হাজার ৪শত ১৫। এর মধ্যে পুরুষ ১১ হাজার ২শত ৩৬, মহিলা ১১ হাজার ১৭৯।

২০১৫ সালে পৌরসভা গঠনের পর এ প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ওই নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থী জাতীয় পার্টি জেপির বাই সাইকেল প্রতীকের মো. মাহিবুল হোসেন মাহিম, বাংলাদেশ আওয়ামী লীগ এর নৌকা প্রতীকের মো. ফাইজুর রশিদ খসরু ও স্বতন্ত্র প্রার্থী লায়লা আরজুমান্দ বানু, এমএ রাজ্জাক রাজু, শাহাবুদ্দিন শাহ বাবুল এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর (মহিলা) তিন ওয়ার্ডে ১৩জন, সাধারণ আসনের কাউন্সিলর ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি