1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
আড়ংয়ের চাকরি বঞ্চিত ইমরানকে চাকরি দেবে মৌলভীবাজার সিলেটের শেখবাড়ী জামিয়া। - dainikbijoyerbani.com
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন
ad

আড়ংয়ের চাকরি বঞ্চিত ইমরানকে চাকরি দেবে মৌলভীবাজার সিলেটের শেখবাড়ী জামিয়া।

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৫১১ Time View

আড়ংয়ের চাকরি বঞ্চিত ইমরানকে চাকরি দেবে মৌলভীবাজার সিলেটের শেখবাড়ী জামিয়া।

মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি মৌলভীবাজারঃ আড়ংয়ের সমপরিমাণ বেতনে ইমরানকে চাকরি দেবেন,সিলেটের সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান শেখবাড়ী জামিয়ার ভাইস প্রিন্সিপাল, বিশিষ্ট মানবাধিকারকর্মী মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী৷

তিনি বলেন,অভিযোগ সত্য নাকি মিথ্যা জানিনা। তবে দাড়ি রাখার অপরাধে একটা মানুষের জীবনযাত্রা থেমে যাবে,তা কখনো হতে পারেনা৷
ইমরান চাইলে আড়ংয়ের নির্ধারিত বেতনে আমরা চাকরি দিতে প্রস্তুত৷ সে চাইলে শেখবাড়ী জামিয়ায় আসতে পারে৷ আমরা যথাযথ মূল্যায়নের চেষ্টা করবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য অনার্স সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী ইমরান হুসাইন ইমন। গাজিপুর থেকে আড়ং হেডঅফিস তেজগাঁও আসেন চাকরির জন্য। যোগ্যতায় সবকিছু ঠিকঠাক থাকলেও মুখের সুন্নতি দাড়ি আড়ংয়ে জবের জন্য বাঁধা হয়ে দাঁড়ায়। তারা পরিস্কার বলে দেন, ‘আড়ংয়ের রুলস হচ্ছে, সেলসম্যান হিসেবে জব করতে হলে তাকে ক্লিনসেভ করতে হবে৷’

কিন্তু সুন্নতি দাড়ি ক্লিনসেভ করে জব করার প্রতি মোটেও আগ্রহ নেই ইমরান হুসাইন ইমনের। অতঃপর তিনি বের হয়ে আসেন অফিস থেকে। বাড়ি ফেরার আগে তেজগাঁও অফিসের ঠিক অপজিটে রাস্তায় দাড়িয়ে, একটি ভিডিও বার্তায় এমন আচরণ আর নিয়মের জন্য হতাশা প্রকাশ করেন।
ভিডিওবার্তাটি প্রকাশের পর তাওহীদপ্রেমীরা অত্যন্ত আহত হন৷
এবং এই ভিডিও শেখবাড়ী মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল শেখ আহমদ আফজল বর্ণভীর দৃষ্টিগোচর হয়।

চাকরির বিষয়ে সার্বিক যোগাযোগ-
০১৭১৯ ১৯০ ২১৬

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি