1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
আন্তর্জাতিক সংস্থা গঠনের লক্ষ্যে ২৫টি দেশের শতাধিক বাংগালী বৌদ্ধদের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত - dainikbijoyerbani.com
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন
ad

আন্তর্জাতিক সংস্থা গঠনের লক্ষ্যে ২৫টি দেশের শতাধিক বাংগালী বৌদ্ধদের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মে, ২০২১
  • ৬৩ Time View

আন্তর্জাতিক সংস্থা গঠনের লক্ষ্যে ২৫টি দেশের
শতাধিক বাংগালী বৌদ্ধদের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি:প্যারিস সম্মেলনকে সামনে রেখে বিশ্বব্যাপী বসবাসরত বাংগালী বৌদ্ধদের সমন্বয়ে একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের লক্ষ্যে গত ৫ মে এবং ২রা এপ্রিল ২০২১, পর্যায় ক্রমে অনুষ্ঠিত হলো পঞ্চম এবং ষষ্ঠ আন্তর্জাতিক ভার্চুয়াল মত বিনিময় সভা। বিশ্বের ৪টি মহাদেশ যথাক্রমেঃ অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ সমূহঃ যথাক্রমে অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ফ্রান্স, জার্মেনী, সুইডেন, সুইজারল্যান্ড, গ্রেটব্রিটেন, আয়ারল্যান্ড, ইতালি, বেলজিয়াম, স্পেইন, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত, শ্রীলংকা, ওমান, দুবাই, কুয়েত, কাতার, ফিলিপাইন এবং ভিয়েতনাম থেকে নেতৃস্থানীয় বাংগালী বৌদ্ধরা অংশ গ্রহণ করেন। সভায় বাংগালী বৌদ্ধদের হাজার হাজার বছর ধরে চলমান সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় কৃষ্টি সংস্কৃতি কে দেশে এবং বিশ্বের যে সকল দেশে বাংগালী বৌদ্ধরা বসবাস করেন সেখানে প্রতিপালন ও সমুন্নত রাখার উপর জোরালো ভাবে গুরুত্ব আরোপ করেন। বিশ্বব্যাপী বসবাসরত বাংগালী বৌদ্ধদের পারস্পরিক যোগাযোগ ও তথ্য বিনিময়, বৌদ্ধ কৃষ্টি, সংস্কৃতি ও সৌভাতৃত্ব চর্চা, প্রচার ও প্রসারের জন্য একযোগে কাজ করা এবং নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করা, বাংগালী বৌদ্ধদের কল্যানে ও সংকটে সেবা ও সহযোগিতা প্রদানের জন্য অংশ গ্রহণকারী বক্তাগন একটি আন্তর্জাতিক সংগঠন অত্যন্ত জরুরী বলে মত প্রকাশ করেন। সভায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নিয়ে বক্তব্য রাখেন, ডক্টর বসু মিত্র বড়ুয়া, ভিক্ষু ধর্মানন্দ মহাপ্রভু, বাবু শিশির সিংহ বড়ুয়া, বাবু রণবীর বড়ুয়া, সুহাস বড়ুয়া, বাবু আশীষ বড়ুয়া, বাবু সনত বড়ুয়া, বাবু সৈকত বড়ুয়া, দিব্যেন্দু বড়ুয়া, উদয়ন বড়ুয়া, তাপস বড়ুয়া রিপন, দীপন বড়ুয়া, মিটু কুমার বড়ুয়া, রিজু বড়ুয়া, সজল বড়ুয়া, স্বদেশ বড়ুয়া মনা, ভদন্ত জ্যোতিসার ভিক্ষু, শুভ মুৎসুদ্দি, লাভু বড়ুয়া, শেখর বড়ুয়া, প্রকৌশলী সঞ্জীব বড়ুয়া, তরুণ বড়ুয়া, রানা বড়ুয়া, ছোটন বড়ুয়া, খোকন বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া সংকু , বিপ্ল্ব বড়ুয়া, বিপুল বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া, রূপেশ বড়ুয়া, অরুন জ্যোতি বড়ুয়া, সসীম গৌড় চরণ বড়ুয়া, পবন বড়ুয়া, সুমেধ তাপস বড়ুয়া, রুপন বড়ুয়া, সুমন বড়ুয়া, সুজন বড়ুয়া, সৌমেন বড়ুয়া, অভিজিৎ বড়ুয়া, প্রণব বড়ুয়া, শিমুল বড়ুয়া, সোহেল বড়ুয়া, সৌমেন্দু বড়ুয়া, প্ৰজয় বড়ুয়া।
বোষ্টনের সুহাস বড়ুয়া এবং প্যারিসের তাপস বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কতিপয় সিদ্ধান্তের মধ্যে রয়েছে বিভিন্ন দেশে বসবাসরত বাংগালী বৌদ্ধের সাথে যোগাযোগ এবং তথ্য বিনিময়ের জন্য প্রতিটি দেশে এক বা একাধিক প্রতিনিধি মনোনয়ন করে দায়িত্ব প্রদান, মেসেঞ্জার গ্ৰুপ তৈরী করে প্রয়োজনীয় তথ্য বিনিময়, ফেইজবুক পেইজ সৃষ্টি করে মতামত ও পরামর্শ প্রদান সহ সাংগঠনিক বিষয়ে আলোচনা ও অভিমত প্রদানের সুযোগ সৃষ্টি করা। সভায় বাংলাদশের বৌদ্ধদের বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং বিশ্ব করোনা পরিস্থিতির উত্তরণের জন্য সকলকে সতর্ক থাকার এবং সাধ্যমতো বাংলাদেশের গরীব অসহায়দের সহযোগিতার করার জন্য আহবান জানানো হয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি