হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধি:
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র স্থায়ী কমিটির সদস্য আবদুল জলিল চৌধুরীর মৃত্যুতে দলের সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার গভীর শোক প্রকাশ করে গণমাধ্যমে এক বিবৃতি প্রদান করেছেন।খবর বাপসনিউজ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আব্দুল জলিল চৌধুরী ছিলেন গণমানুষের সংগ্রামী নেতা-শোষণমুক্ত সমাজ বিনির্মাণের লড়াকু সৈনিক। তিনি ছিলেন আজীবন সংগ্রামী এবং মহৎ মনের অধিকারী । সততা, নিষ্ঠা এবং ন্যায়পরায়ণতা ছিল তাঁর জীবনের ব্রত। সেজন্যই তাঁর নিজ এলাকার মানুষ তাকে বারবার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন। জনপ্রতিনিধি হিসাবে তিনি ছিলেন স্বর্ন পদক প্রাপ্ত শ্রেষ্ঠ চেয়ারম্যান। তিনি ছিলেন একজন নিষ্ঠাবান-আদর্শিক নিবেদিত রাজনৈতিক ব্যক্তিত্ব।
জেএসডির জন্মলগ্ন থেকে তিনি দলের বিভিন্ন পর্যায়ে অত্যান্ত বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করেছেন । নেতৃত্ব এবং দলের আদর্শের প্রতি ছিল তাঁর গভীর আনুগত্য। আব্দুল জলিল চৌধুরী’র মৃতুতে দলের অপুরনীয় ক্ষতি হয়ে গেলো।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য যে, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় সহ সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য আবদুল জলিল চৌধুরী ১০ আগষ্ট বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর হাইস্কুল মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এর পূর্বে শাহবাগ পিজি হাসপাতাল মসজিদে রাত সাড়ে ৯ টায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল জানাজায় শরিক হয়ে দলের পক্ষে আবদুল জলিল চৌধুরীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
Leave a Reply