নুরল আমিন বিশেষ প্রতিনিধি নীলফামারীঃ
নীলফামারী জেলার ডোমার উপজেলায় করোনা মহামারী মোকাবিলায় আর্ত মানবতার সেবায় ‘আমাদের চিলাহাটি’ ফেসবুক গ্রুপের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৫ টায়, চিলাহাটি সরকারি কলেজ হলরুমে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়েছে।
যাদের করোনা বা শ্বাসকষ্টের সমস্যা রয়েছে । তাদের জন্য, আমাদের চিলাহাটি ফেসবুক গ্রুপের পক্ষ থেকে অসুস্থদের বাড়িতে অক্সিজেন সরবরাহ করবেন বলে জানা যায় ।
ইমতিয়াজ বসুনিয়ার সভাপতিত্বে এবং নাসরিন নাহার শম্পার সঞ্চালনায় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান নুর, বাবুল বসুনিয়া, মহব্বত হোসেন বাবু, প্রিন্সিপাল জাকির হোসেন, সাফিক ডিয়ার প্রমুখ ।
বক্তারা তাদের বক্তব্যে, আমাদের চিলাহাটি পরিবার ও ডোনারদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, করোনা মহামারীতে শ্বাসকষ্টের রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করতে, আমাদের চিলাহাটি ফেসবুক গ্রুপের এই উদ্যােগটি কে স্বাগত জানান।এবিষয়ে চিলাহাটির চেয়ারম্যান একরামুল হক জানান, যদিও বা সেখানে উপস্থিত ছিলাম না, তবে জেনেছি, করোনায় যারা শ্বাসকষ্টে ভুগবেন, অক্সিজেনের মাত্রা কমে যাবে তাঁদেরকে বিনামূল্যে অক্সিজেন সেবা দিবে ” চিলাহাটি অক্সিজেন ব্যাংক”। যাদের বাড়িতে শ্বাসকষ্টের রোগী রয়েছে তারা ফোন করার সাথে সাথে অক্সিজেন পৌছে দিবে, আমাদের চিলাহাটি অক্সিজেন ব্যাংকের স্বেচ্ছাসেবী টিম।
Leave a Reply