1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
উপকুলীয় এলাকায় ২৬টি জলবায়ু সহনশীল অভিবাসন শহর গড়ে তোলার উদ্যোগ - dainikbijoyerbani.com
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন
ad

উপকুলীয় এলাকায় ২৬টি জলবায়ু সহনশীল অভিবাসন শহর গড়ে তোলার উদ্যোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩২ Time View

মোংলা প্রতিনিধি

দূর্যোগ ঝুকিপূর্ণ সুন্দরবন উপকূলীয় অঞ্চল মোংলা পৌরসভাকে জলবায়ু সহনশীল অভিবাসন শহরে রুপান্তরের উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য গ্রহণ করা হয়েছে ‘বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট মাইগ্রান্ট -ফ্রেন্ডলি টাউনস থ্রু লোকালি-লেড অ্যাডাপটেশন ইন বাংলাদেশ’ নামের একটি পাইলট প্রকল্প। প্রথমবারের মতো গবেষণা ও পরীক্ষামূলকভাবে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় গড়ে তোলা হবে মোংলা পৌর শহর। আগামী ২৬ সাল নাগাদ ৩টি শহর ও ২০৩০ সাল নাগাদ উপকূলীয় অঞ্চলের আরও ২৬টি শহরর বিস্তৃত হবে এ প্রকল্পের পরিধি। সোমবার সকালে মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রকল্পের উদ্বোধনী সভায় এসব তথ্য জানানো হয়।
ব্র্যাক ইন্টারন্যাশনাল ও আরবান ডেভেলপমেন্ট ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম পরিচালক ড. মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক। এ সময় বক্তব্য রাখেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হাফিজ-আল-আসাদ, মোংলা পোর্ট পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। ‘বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট মাইগ্রান্ট-ফ্রেন্ডলি টাউনস থ্রু লোকালি-লেড অ্যাডাপটেশন ইন বাংলাদেশ’ নামের এ পাইলট প্রকল্পের আওতায় বিপদাপন্ন ও ঝুঁকি নিরুপন, ঝুঁকি অবহিত পরিকল্পনা প্রনয়ণ এবং তা বাস্তায়নের জন্য স্থানীয় সরকার অংশীজনদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। ছাড়া দেশের অন্যান্য এলাকায় জলবায়ু সহনশীল অভিবাসী শহর গড়ে তোলার জন্য মোংলায় উদ্ভাবিত মডেলটির বিস্তৃতি ঘটানোর পাশাপাশি জলবায়ু ঝুঁকিতে থাকা শহরগুলোতে এ মডেলের পরীক্ষা-নিরীক্ষা ও বিস্তৃতির জন্য কাজ করবে।
উদ্বোধনী এ সভায় আলোচকদের বক্তব্যে উঠে আসে মোংলা জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্য, চিকিৎসা ও বাসস্থা সহ উপকূলীয় জনপদের মানুষের জীবন-জীবিকার নানা চিত্র। আর এ সকল সংকট মোকাবেলা করে জলবায়ু সহনশীল অভিবাসান শহর গড়ো তোলার প্রত্যয় ব্যক্ত করনে সংশ্লিষ্টরা। ব্র্যাক ও মোংলা পোর্ট পৌরসভা যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করলেও অর্থায়নে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এ্যান্ড ডেভেলপমেন্ট এবং সোসাইটি ফর দ্যা প্রমোশন ওফ এরিয়া রিসোর্স সেন্টার ইন্ডিয়া টেকনিক্যাল পাটনার হিসেবে কাজ করবেন। এ সংস্থার জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতার কথা জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠানে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি