আসিফ জাহান
বিশেষ প্রতিনিধি কুলাউড়া
জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল মৌলভীবাজার ডিবেটিং সোসাইটি আয়োজন করে দিনব্যাপী ” মুজিবীয় ১২ ঘন্টা” অনুষ্ঠান।
আলমগীর সিদ্দিকের সঞ্চালনায়, মৌলভীবাজার ডিবেটিং সোসাইটির প্রধান উপদেষ্টা, মৌলভীবাজার সরকারি কলেজের এর অধ্যক্ষ প্রফেসর ড.মোঃফজলুল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ স ম কামুল ইসলাম,সহকারি কমিশনার(ভূৃমি) সজল মোল্লা, নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআমীর হোসেন,আলী আমজদ স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর ঘোষামীসহ মৌলভীবাজার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের প্রোগ্রাম চেয়ারম্যান,মৌলভীবাজার ডিবেটিং সোসাইটির মডারেটর ও কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি।
শুরুতে মৌলভীবাজার ডিবেটিং সোসাইটির সভাপতি মোমতাহিন চৌধুরী সকল অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন।
সকাল থেকে শুরু হয় মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ২০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ বিতর্ক প্রতিযোগিতা।প্রতিযোগিতায় চ্যাম্পিয় হয় এমডিএস সাইক্লোন(তানভীর,ওয়াসী,পূজা) ও রানারআপ হয় বিমলাচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়(জাবেদ,জীম,মুরাদ)।
বিকেল ৪ টায় পরিবেশিত হয় মৌলভীবাজার ডিবেটিং সোসাইটির বিতার্কিকদের অংশগ্রহণে বিশেষ প্লানচেট বিতর্ক “কবি আসবেন”।
দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণের পাশাপাশি একিদিনে ক্লাব সেরা বিতার্কিক,ক্লাব সেরা সংগঠক এওয়ার্ড, এমডিএস পাবলিক স্পিকিং কম্পিটিশন ২.০, এমডিএস এসইউডিএস ফ্রেন্ডশীপ টুর্নামেন্ট ২০২০ ও ২১ সিজনের পুরুষ্কার বিতরণ করা হয়।
Leave a Reply