কচুয়ায় ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন প্রধানের সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
মোঃ জুয়েল রানা,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: কচুয়া উপজেলার কৃতিসন্তান,জাপান আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদকের নামে প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের মালিগাঁও গ্রামে অবস্থিত জসিম টাওয়ার প্রকল্পে এলাকার গরীব অসহায় দুস্থ পরিবারের মাঝে পবিত্র ঈদ উল-ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরনের কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাপান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন প্রধান। এসময় বক্তব্যে বলেন, বিশ্ব যখন করোনা নামক মহামারি কোভিড-১৯ ভাইরাসে স্তব্দ তখনই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নিজ কচুয়া উপজেলার হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করার জন্য আমি উদ্যেগ গ্রহন করি। আগামীতেও আমি গরীব অসহায় দুস্থ পরিবারের মাঝে এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে । এ সময় ঈদ সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথির ব্যাক্তিগত ম্যানেজার জামাল হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, সহ-সভাপতি আরিফুল ইসলাম দিপু, মাষ্টার মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply