সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় নতুন আমদানীকৃত ভারতীয় ৫১ (একান্ন) বোতল ফেনসিডিল মাদকদ্রব্য ESKUF CODEINE এবং ৫১ (একান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ী এবং ০১ একজন জিআর মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ সর্বমোট ০৩ জন আসামী গ্রেফতার।
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) এর নির্দেশনায় অফিসার ইনচার্জ জনাব মীর খায়রুল কবিরের নেতৃত্বে এসআই (নিঃ) শাহজাহান কবীর, এসআই (নিঃ) মোঃ ইসমাইল হোসেন, এসআই (নিঃ) মোঃ হাফিজুর রহমান, এএসআই (নিঃ) এসএম রবিউল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ সেলিম রেজা, এএসআই (নিঃ) মোঃ এমায়েদুল ইসলাম, সংগীয় ফোর্স পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ইং-০২/১০/২০২১ তারিখ রাত্র অনুমান ২১.০৫ ঘটিকার সময় কলারোয়া থানাধীন ০৯ নং হেলাতলা ইউপি এর অর্ন্তগত গনপতিপুর গ্রামস্থ মোয়াজ্জেম চেয়ারম্যানের লিচুবাগানের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ মিকাইল ইসলাম ঘোরামী, পিতা-মৃত আনিছুর রহমান ঘরামী, সাং-ব্রজবাকসা, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে ৫১ (একান্ন) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয় এবং একই তারিখ রাত্র অনুমান ২২.৫০ ঘটিকার সময় কলারোয়া থানাধীন চন্দনপুর গ্রামস্থ চন্দনপুর কলেজ মোড় হইতে আসামী মোঃ পলাশ মোল্লা (২৭), পিতা-মোঃ রফিকুল মোল্লা, সাং- বড়ালী উত্তর পাড়া, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে ৫১(একান্ন) বোতল মাদকদ্রব্য ESKUF CODEINE সহ গ্রেফতার করা হয়। এছাড়াও জিআর পরোয়ানা ভূক্ত আসামী মোঃ মোখলেছুর রহমান, পিতা-মৃত সামছুর রহমান, সাং-বোয়ালীয়া, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে ইং-০২/১০/২০২১ তারিখ বেলা অনুমান ১৪.৪৫ ঘটিকার সময় ভাদিয়ালী ফুলতলা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। সকল আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
Leave a Reply