চট্টগ্রাম প্রতিনিধি
কক্সবাজারের বঙ্গোবসাগর কুতুবদিয়া চ্যানেল থেকে ১৭ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
রোববার (২৮ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ আগস্ট এফবি ‘মা-বাবার দোয়া-২’ নামক একটি ফিশিং ট্রলার ভোলা তজুমুদ্দিন এলাকা হতে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করলে ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রনহীন ভাবে সমুদ্রে ভাসতে থাকে। ২৭ আগস্ট দুপুরে বিকল হয়ে যাওয়া মাছ ধরার ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জাতীয় হেল্প লাইন ৯৯৯ এর মাধ্যমে কোস্ট গার্ড পূর্ব জোনকে অবিহিত করে। পরে কোস্ট গার্ড কুতুবদিয়া এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল সাজ্জাদ এর নেতৃত্বে বিকেল সাড়ে ৪টায় ওই এলাকায় অভিযান চালিয়ে ১৭ জেলেকে জীবিত উদ্ধার করে।
প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ শেষে ফিশিং বোটের মালিককে ট্রলার এবং জেলেদের হস্তান্তর করা হয় বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
Leave a Reply