মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:-
কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের স্থানীয় ইটারঘাট চৌমুহনীতে, জায়গা জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে দুই গ্রুপের বাক বিতন্ডাকে কেন্দ্র করে চতুর্মুখি সংঘর্ষের ঘঠনায় এক জনের মারাত্মক অবস্থাসহ আহত অন্তত ০৬জন।
আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধা সাড়ে ৭টায় স্থানীয় ইটারঘাট চৌমুহনীতে হতাহতের ঘটনা ঘটে।
সরে জমিন থেকে জানা যায়, কালারায়ের চর গ্রামের রিক্সা চালক মুক্তার মিয়া ও দিন মজুর আহাদ মিয়া এবং ইটার ঘাট গ্রামের আব্দুল কাইয়ুম গংদের মধ্যে গত দুতিন দিন থেকে জমিজমা গাছ সম্পর্কিত বিবাদ চলে আসছিলো, এরই জেরে ইটার ঘাট চৌমুহনীতে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান হারুন মিয়ার কার্যালয়ে মুক্তার মিয়া, আহাদ মিয়া ও আব্দুল মধ্যে বাক বিতন্ডা শুরু হয়, তখন ইউপি সদস্যসহ স্থানীয় লোকজন এসে তাদের থামাতে চেষ্টা করলেও বিচারকদের মধ্য থেকে একজন পক্ষ নিয়ে সংঘর্ষের সৃষ্টি করে এতে চতুর্মুখি সংঘর্ষের সৃষ্টি হয়, এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া সংগঠিত হয়।
উক্ত সংঘর্ষে মুক্তার মিয়ার ছেলে আতাউর রহমান (২০) মারাত্মক আহত হয়, তাকে সাথে সাথে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়েছে।
এতে আরো আহত হয়েছেন, উক্ত গ্রামের মুক্তার মিয়া, মুক্তার মিয়ার আরেক ছেলে সাইদুল ইসলাম, আহাদ মিয়া, আব্দুল কাইয়ুম, লায়েছ মিয়াসহ অন্তত ৭/৮জন।
এব্যাপারে অত্র ওয়ার্ডের মেম্বার হারুন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে, পরবর্তীতে সমাধান করা হবে।
Leave a Reply