মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
কুলাউড়া পৌর শহরের মাগুরা এলাকায় অভিযান চালিয়ে ১৭৮৫ পিস ইয়াবাসহ লুৎফুর রহমান (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯ এর সদস্যরা।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল তাকে আটক করে। লুৎফুর বড়লেখা উপজেলার লতিব আলীর ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিনি. এএসপি লুৎফুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়ার মাগুরা এলাকায় শুক্রবার দুপুর দেড়টার দিকে অভিযান চালিয়ে ১৭’শ ৮৫ পিস ইয়াবাসহ লুৎফুর রহমানকে গ্রেপ্তার করেন। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে লুৎফুরের অপর দুই সহযোগী পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে সিনি. এএসপি লুৎফুর রহমান জানান, গ্রেপ্তারকৃত লুৎফুরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুলাউড়া থানায় হস্তান্তর করা হবে।
Leave a Reply