কুষ্টিয়া ভেড়ামারা পৌরসভার নব নির্বাচিত মেয়র আনোয়ারুল কবির টুটুলকে নাগরিক সংবর্ধনা
প্রকাশিতঃ ১৯/০১/২১ ইং
কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়া ভেড়ামারা পৌরসভা নির্বাচনে নবনির্বাচিত মেয়র অানোয়ারুল কবির টুটুল এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান অাজ মঙ্গলবার বিকেলে ভেড়ামারা মডেল পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সুযোগ্য সাধারণ জননেতা অালহাজ্ব অাব্দুল অালীম স্বপন। বক্তব্য রাখেন সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যমনি ভেড়ামারা পৌরসভার নবনির্বাচিত মেয়র ও তারুণ্যের অহংকার আনোয়ারুল কবির টুটুল।
ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও জাসদ নেতা শরিফুল কবির স্বপন, মেয়র পত্নী অামেনা খানম হিরা, জননেতা অালহাজ্ব অাব্দুল অালীম স্বপন এর সহধর্মিণী নাসিমা অালীম সাজু, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস এম অানসার অালী,শ্রমিক নেতা সাইদুল ইসলাম, পৌর জাসদের সভাপতি হাসান বিন মাহমুদ ঝন্টু, সাধারণ সম্পাদক অাবু হেনা কামাল মোঃ মোস্তফা বকুল, জাতীয় নারীজোট নেত্রী অারতী রানী সিংহ রায় সংবর্ধনা মঞ্চে অাসন অলঙ্কৃত করেন।
ভেড়ামারার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক -সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ জাসদ মনোনিত বিজয়ী প্রার্থী অানোয়ারুল কবির টুটুলকে সংবর্ধিত করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক উৎসাহী জনতার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
Leave a Reply