1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
কুড়িগ্রামের রাজারহাটে একই খতিয়ানের জমি গোপনে বিক্রি করলেন আপন বড় ভাই থানায় অভিযোগ। - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন
ad

কুড়িগ্রামের রাজারহাটে একই খতিয়ানের জমি গোপনে বিক্রি করলেন আপন বড় ভাই থানায় অভিযোগ।

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৭ Time View

সোহেল রানাঃ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলাধীন ৪নং চাকিরপশার ইউনিয়নের পীরমামুদ গ্রামে জমি বিক্রয় নিয়ে বিরোধ চলছে।

পূর্ব বিরোধের জের হিসাবে বুধবার (১৬ জুন) একই উদ্দেশ্যে বে-আইনীভাবে আবুল কালাম অনধিকার ভাবে বিক্রয় করে দেয়।

এ ব্যাপারে রাজারহাট থানায় ঐদিনই মোঃ আলাল উদ্দিন অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মোঃ আলাল উদ্দিন ৫(পাঁচ)জনকে আসামী করে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলো (১) মোছাঃ কাকুলী বেগম (২৪)পিতা-মোঃ আঃ কুদ্দুস
(২)মোঃ আঃ কুদ্দুস(৫০) (৩) মোছাঃ আফরোজা বেগম(৪৫)স্বামী-মোঃ আঃ কুদ্দুস (৪) মোঃ রাশেদুল ইসলাম (২৩)(৫) মোঃ রাজু মিয়া (২৮)উভয় পিতা-মোঃ আঃ কুদ্দুস সর্বসাং-
পীরমামুদ ৪নং চাকিরপশার থানা-রাজারহাট জেলা -কুড়িগ্রাম।

উল্লেখিত নিম্ন তফশীল ভুক্ত জমি আমার পৈত্রিক সম্পত্তি আমার ভাই আবুল কালাম ও আমি উক্ত জমির অংশীদার ও একই
খতিয়ানের মালিক হওয়ায় দীর্ঘদিন হইতে আমি ও আমার ভাই আবুল কালাম
সহ উক্ত জমি দখল করিয়া আসিতেছি। এমতাবস্থায় আমার ভাই আবুল কালাম উক্ত খতিয়ান ভুক্ত সম্পত্তি বিক্রয়ের প্রস্তাব রাখিলে আমি জমি ক্রয়ের সম্মতি জ্ঞাপন করি। ১নং বিবাদীসহ অন্যান্য বিবাদীদের প্ররোচনায় আমার ভাই উক্ত জমি আমার নিকট বিক্রয় করার অনিহা প্রকাশ করে এবং উপরোক্ত বিবাদীদের কু-পরামর্শে আমার ভাই আবুল কালাম দাতা হইয়া ১নং বিবাদী তফসিলীয় ৮.৮০ শতক জমি গ্রহিতা হয় বিগত ১৬/০৬/২০২১ ইং তারিখে ২০৮৭ নং কবলা দলিল করেন। পরবর্তীতে আমি নিরুপায় হইয়া আমার পৈত্রিক সম্পত্তি রক্ষার্থে বিজ্ঞ আদালতে একটি কওলা রোধ মামলা আনায়ন করি।
যাহার মোকদ্দমা নং-৭৫/২০২১ ইং
(হকসাফা) পরবর্তীতে উক্ত মামলার জের ধরিয়া গত ৩০/০৬/২০২১ ইং তারিখ মোকদ্দমা নং-৭৫/২০২১ ইং মুলে দেওয়ানী কার্যবিধি আইনের অর্ডার-৩৯ রুল-১/২ ও ১৫১ ধারার বিধান মত তফসিল বর্ণিত জমিতে নিষেধাজ্ঞা জারি করেন। উপরোক্ত মামলার বিধান লঙ্ঘন করিয়া বে- আইনি জনতার দলবদ্ধ হইয়া উক্ত জমিতে অনাধিকার প্রবেশ করিয়া ঘর-বাড়ি নির্মান করেন আমি উপরোক্ত বিবাদীদের কে নিষেধাজ্ঞা জারিকৃত তফসিল ভুক্ত জমিতে ঘর-বাড়ি উত্তোলনে বাধা-নিষেধ করিলে তাহারা আমাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করে এবং মারিয়া ফেলার হুমকি দেয়।
এঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
উক্ত বিষয় সাক্ষী, (১) মোঃ সিরাজুল ইসলাম (৩৫) পিতাঃ মোঃ মনছুর আলী (২) মোঃ হইবর আলী (৫০) পিতাঃ মৃত বেলাল উদ্দিন (৩) মোঃ মতিয়ার রহমান (৫০) পিতাঃ মৃত আঃ হামিদ সর্বসাং-পীরমামুদ
রাজারহাট থানায় অভিযোগ দায়ের করে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করে।

বিজ্ঞ আদালতে ১ নং বিবাদী বলেন সেখানে আমি চৌচালা ঘর নির্মান করে বসবাস করেতেছি,বিবাদীর কথার সহিত সরেজমিনে গিয়ে দেখা যায় টিনের চায়লা ছাড়া সেখানে কোন চৌচালা ঘর নেই বলে দেখা যায়। ১ নং বিবাদী বিজ্ঞ আদালত কে মিথ্যা কথা বলেন।

তাই এলাকাবাসীর দাবি সুষ্টু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে নিরীহ আলাল উদ্দিনের বিক্রয় করা জমিটুকু ফিরিয়ে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি