মোঃ জহুরুল ইসলাম সৈকত শিবগঞ্জ, বগুড়া প্রতিনিধিঃ-
বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের সাবেক নেতা ও সাংবাদিক মোঃ আবু বক্কর সিদ্দিক বিপুল লক ডাউনের মধ্যে ঢাকা থেকে মটর সাইকেল যোগে তার গ্রামের বাড়ি শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার অর্জুনপুর গ্রামে আসার পথে নন্দীগ্রাম জামাদার পুকুর নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন।
পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। এমনবস্তায় দীর্ঘদিন সেখানে চিকিৎসা গ্রহণের এক পর্যায়ে ডাক্তারগণ তার পা কেটে ফেলার পরামর্শ দেন।
বিপুলের পরিবারের আর্থিক অনটোনের কারণে তার চিকিৎসা চালিয়ে না যাওয়ায় বর্তমানে পঙ্গুত্ব জীবন যাপন করছে। তার এ অবস্থা দেখে তার চিকিৎসা ও পরিবারের খোঁজ খবর নেন ও নগদ অর্থ প্রদান করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রিজ্জাকুল ইসলাম রাজু।
তিনি বলেন বিপুল এর পাশে দাঁড়াতে পেরে নিজেকে অনেক ভালো লাগছে, তাই আমি যতদিন শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে থাকবো ইনশাআল্লাহ, সবার পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো।
সবাই বিপুল এর জন্য দোয়া করবেন, সে যেন দ্রুত সুস্থতা লাভ করেন।
এসময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবকলীগ নেতা মোঃ সাইদুর রহমান, মোঃ ময়নুল, ছাত্রলীগ নেতা রনি ও রায়হান প্রমুখ।
Leave a Reply