জাকির হোসেন সুমন সিলেট ব্যুরোঃ
সিলেট এসএমপির দায়িত্ব গ্রহণের পর থেকে নিয়মিত মহানগর এলাকার থানা এবং ফাঁড়ি পরিদর্শন করছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।
এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় তিনি কোতোয়ালি থানাধীন সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি বার্ষিক পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ) শাহরিয়ার আল মামুন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-প্রশাসন) গৌতম দেব, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা সামছুদ্দীন সালেহ আহমদ চৌধুরী, পিপিএম (বার), কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ এস এম আবু ফরহাদ,সোবহানিঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নি.) মো. মোরশেদ আলম, টুআইসি এসআই (নি.) কামরুল হুদা নাঈম।
পরিদর্শনকালে উপস্থিত সবাই পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সালামি প্রদান করেন ইনচার্জ সোবানীঘাট পুলিশ ফাঁড়ি এসআই (নি.) মো. মোরশেদ আলম।
এসময় তিনি ফাঁড়ীতে রক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্ট্রার-পত্রাদি সমূহ, ফাঁড়ীর ভৌত অবকাঠামো পরিদর্শন করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।
Leave a Reply