কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৫ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
শনিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থকেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
কোম্পানীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিইএ ফাইজুর রহমান।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নবনির্বাচিত পূর্ব ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন, ইছাকলস ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, উত্তর রণিখাই ইউনিয়ন চেয়ারম্যান ফয়জুর রহমান, দক্ষিণ রণিখাই ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, তেলিখাল ইউনিয়ন চেয়ারম্যানের পক্ষে ওয়ার্ড সদস্য আজিম উদ্দিন, ও নবনির্বাচিত মেম্বারগন প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অকিল বিশ্বাসের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল, উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন। আরো উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট ডিগ্রী কলেজের প্রিন্সিপাল ফজলুল হক, গোয়াইনঘাট সার্কেল এএসপি প্রভাস কুমার সিং, উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি হাবিবুল্লাহ জাবেদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাজী আলাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নরুল ইসলাম, ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা প্রমুখ।
Leave a Reply