কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যাথাযথ্য মর্যাদায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হয়। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্যের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সিইএ ফাইজুর রহমানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু।
এর আগে আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পরিষদ মসজিদে ইমাম নূর উদ্দিন ও গীতা পাঠ করেন ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা হরলাল সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ এরশাদ মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, সহ সভাপতি হুমায়ূন কবির মছব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সভাপতি অকিল চন্দ্র বিশ্বাস, কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল, প্রাণী সম্পদ অফিসার ডাক্তার শরিফুল আলম, উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুল্লাহ জাবেদ, ছাত্র লীগের সহ সভাপতি সামছুল ইসলাম, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি রুপক চন্দ্র দাস, ছাত্র লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সদস্য সুহেল আহমদ, আব্দুল আলীম। পুষ্পস্তবক অর্পণে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, আওয়ামী লীগের সভাপতি হাজী আলী আমজদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইয়াকুব আলী, ওসি (তদন্ত) মোঃ মুজিবুর রহমান, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য আনসার উদ্দিন প্রমুখ।
Leave a Reply