কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ-
কোম্পানীগঞ্জ উপজেলার পারকুল বাজার এলাকা থেকে ১০ জুয়ারীকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। জানা যায় এরা অনেক দিনধরে এলাকায় কিছু অসাধু ব্যক্তি জুয়ার আসর বসিয়ে স্থানীয় যুব সমাজকে নষ্ট করছে।
গত ০৮/০৯/২০২১ খ্রিঃ তারিখ রাত ০৩.১৫ মিনিটের সময় এসআই অনিক বড়ুয়া, এএসআই মোদারিছ মিয়া সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে পারকুল বাজার এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জাম সহ এদের আটক করা হয়।
১০ জুয়ারীর মধ্যে এরা হলো,
মোঃ ছায়েদ (৩৫), পিতা- ফজর আলী, সাং-নতুন পারকুল,মোঃ আজির (৪২), পিতা- মৃত মকদ্দছ আলী, সাং-নতুন পারকুল,মোঃ শামসুদ্দিন (২৮), পিতা-মৃত মনফর আলী, সাং-যুগীরগাঁও,কুটি মিয়া (৪৬), পিতা- মৃত আঃ ছোবাহান, সাং- নতুন পারকুল,জামাল উদ্দিন (৩৭), পিতা-কালা মিয়া, সাং-যুগীরগাও,মাসুক আলী (২৭), পিতা-সমুছ আলী, সাং-যুগীরগাও,রুহুল খাঁন (২৫), পিতা- মনফর খান, সাং- যুগীরগাও,মাছুম আহমদ (১৯), পিতা-মোঃ আশিক মিয়া,
সাং- নতুন পারকুল,তাজুল ইসলাম (২৬), পিতা-নজির উদ্দিন, সাং- নতুন পারকুল, সর্ব থানা- কোম্পানিগঞ্জ,মোঃ তাজউদ্দিন (৩২), পিতা- মৃত টাকুর মিয়া,সাং-নোয়াগাও হেংলাকান্দি
থানা-
জালালাবাদ এসএমপি, সর্ব জেলা- সিলেটদেরকে গ্রেফতার করে।
Leave a Reply