কয়রার কৃতিসন্তান আশিক ও আরাফাতের সাফল্যকে অভিনন্দন জানিয়ে পুরুষ্কৃত করেছেন কয়রা ইউএনও অনিমেষ বিশ্বাস
মোমিনুল ইসলাম, (প্রতিনিধি) কয়রা,খুলনা
কয়রা উপজেলা ইউএনও অফিসে অনাড়ম্বর এক অনু্ষ্টানে কয়রা উপজেলা ইউএনও জনাব অনিমেষ বিশ্বাস কয়রার দুই কৃতসন্তানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিভাবান তরুনদের শান্তিপূর্ণ সমাজ বির্নিমানে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে।
কয়রার তরুনদের সাহসী সফলতাকে সাধুবাদ জানিয়ে তাদের মাধ্যমে কয়রার উন্নয়ন তরান্বিত হবে বলে আশা করেন।
পরে তিনি, বাঘবিধবা ও আদিবাসী মুন্ডানারীদের নিয়ে কাজ করার স্বীকৃতি স্বরুপ প্রথম আলো’র শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পাওয়ায় কয়রা উপজেলার কৃতিসন্তান আই সি ডি’র প্রতিষ্ঠাতা জনাব মোঃ আশিকুজ্জামান আশিক,এবং
মুজিব শতবর্ষ ট্রাস্ট ব্যাংক ১৮ তম জাতীয় সিনিয়র / জুনিয়র তায়কোয়ানডো প্রতিযোগিতা ২০২০ এ
জুনিয়র ক্যাটাগরিতে স্বর্ণপদক এবং পুমসেতে স্বর্ণপদক অর্জন করায় কয়রা উপজেলার কৃতিসন্তান জনাব মো ঃ আরাফাত হোসেনকে, উপজেলা প্রশাসন, কয়রা, খুলনার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
Leave a Reply