শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি : –
পাইকগাছায় লবন পানি বিরোধী ও পরিবেশ বান্ধব ইউনিয়ন গড়ার লক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলার দেলুটি ইউনিয়নের এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমবায় সমিতির সভাপতি ভোল্টন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেলুটি ইউনিয়নের চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। মোঃ ইসমাইল শেখের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন দেলুটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নির্মল কান্তি মন্ডল, খুলনা যুব উন্নয়ন কর্মকর্তা অমিতব বিশ্বাস, ধান মাছ পরিবেশ সংরক্ষন কমিটির সভাপতি এ্যাড পিযুষ কান্তি সরকার, শিক্ষক সুকৃতি মোহন সরকার, আবুল হোসেন গাজী, এ্যাড সঞ্জয় কুমার রায়, বিভুতি ভূষন রায়, ইউপি সদস্য সুকুমার, মঙ্গল গাইন, রবিন্দ্র নাথ মন্ডল, চম্পক বিশ্বাস, বদিয়ার রহমান, পলাশ কান্তি মন্ডল, পবিত্র কুমার রায়, রামচন্দ্র, সংরক্ষিত মহিলা সদস্য লক্ষীরানী মন্ডল, বিনতা রানী, মেরী মন্ডল, জিতেন্দ্র নাথ ঢালী।এ সময় বক্তারা বলেন, আমাদের ইউনিয়নটি ৪টি (পোল্ডার) দ্বীপ দ্বারা বেষ্টিত । ২০ /১ এবং ২২ নং পোল্ডারটি লবন পানি মুক্ত রয়েছে। সেখানে পোল্ডারবাসী সুখে শান্তিতে আছে। প্রতি বাড়িতে গোলা ভরা ধান পুকুর ভরা মাছ ফসলের জমিতে শাঁক সবজি,ধান, তিল ও তরমুজ লাগিয়ে স্বাবলম্বী। কিন্তুু ২০ ও ২১ নং পোল্ডারে লবন পানির চিংড়ী চাষ করার ফলে গাছপালা মারা যাচ্ছে। পানির ঢেউয়ে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তা ভেঙ্গে যাতায়াত ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওয়াপদার অধিকাংশ জায়গায় রাস্তা কেটে পাইপ বসানোর ফলে রাস্তাগুলো নষ্ট হচ্ছে। গবাদি পশু পালন করা সম্ভাব হচ্ছেনা। পোল্ডার বাসীর প্রাণের দাবী লবণ পানি মুক্ত করে পরিবেশ বান্ধব ইউনিয়ন গড়ার জন্য সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগীতা একান্ত কাম্য।
Leave a Reply