গোবিন্দগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের অভিযোগে সুবিধাভোগিদের মানববন্ধন ও বিক্ষোভ
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের নলডাঙ্গা গোবিন্দপুর গ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের ঘর আশ্রয়ণ প্রকল্প-২ এর সুবিধা ভোগিদের কাছ থেকে জোর পূর্বক ঘরের মেঝেতে মাটি ও বালি ভরাট করার খরচ বাবদ প্রতিজনের ৮ হাজার টাকা করে ফেরতের দাবীতে গত ২ জুন (বুধবার) বেলা সাড়ে ১১ দিকে সুবিধাভোগি গৃহহীন ও ভূমিহীন পরিবারবর্গের আয়োজনে নলডাঙ্গা গোবিন্দপুর গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ভূমিহীন নেতা আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে উক্ত মানববন্ধন বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড এম এ মতিন মোল্লা, বাসদ কেন্দ্রীয় নেতা ও উপজেলা শাখার আহবায়ক কমরেড রফিকুল ইসলাম রফিক, উপজেলা সেচপাম্প মালিক সমিতি’র সভাপতি আবুল কাসেম, দরবস্ত ইউনিয়ন জাতীয় কৃষক সমিতি’র সভাপতি আজাদুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, মহিমাগঞ্জ ইউনিয়ন জাতীয় কৃষক সমিতি’র সভাপতি লূৎফর রহমান, তালুককানুপুর ইউনিয়ন জাতীয় কৃষক সমিতি’র সাধারণ সম্পাদক রিপন মিয়া, স্থানীয় ভূমিহীন নেতা জুয়েল মিয়া, বজলুর রশিদ ও আব্দুর রহিম প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী আশ্রয়ণ প্রকল্প-২ এর অধিনে ভূমিহীনদের আশ্রয়স্থল নির্মাণে অনিয়ম তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের সংশ্লিষ্ঠ বিভাগের প্রতি জোর দাবী জানান।
Leave a Reply