চবি উপাচার্য ‘বেগম রোকেয়া পদক অর্জনে আইকিউএসির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান
মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :
নারী শিক্ষায় অবদান, নারীর উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বেগম রোকেয়া পদক ২০২০’ অর্জন করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)’ এর পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আজ রোববার (৩ জানুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইন এ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. নঈম উদ্দিন হাছান আরওঙ্গজেব চৌধুরী ও ড. মোহাম্মদ ওমর ফারুক।
উপাচার্য এ সময় চবি আইকিউএসির পরিচালকসহ সকলকে ধন্যবাদ
জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের মান নিশ্চিতকরণে
আইকিউএসি’র কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে
বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতেও আইকিউএসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় পদার্থবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মোয়াজ্জেম হোসেন মিয়া, প্রফেসর
ড. মিহির কুমার রায়, প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, প্রফেসর ড. এ কে এম মাঈনুল হক
মিয়াজী, প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, প্রফেসর ড. রেজাউল আজিম উপস্থিত ছিলেন।
Leave a Reply