চাইনা এান চাই টেকসই বেড়ি বাঁধ
মোঃ মিজানুর রহমান
মফস্বল সম্পাদক
দৈনিক বিজয়ের বানী
বিজয় ৭১ টিভি
ঢাকা
ভোলা জেলার ছোট্ট একটা দ্বীপ মনপুরা উপজেলা। এখানে প্রায় এক লক্ষ লোকের বসবাস। এই দ্বীপটির চারপাশ নদী বেষ্টিত।নদী খাল আর বনায়নে ভরা এই ছোট্ট দ্বীপটি। এই দ্বীপ এ রয়েছে বিদ্যালয় কলেজ এবং অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠান। এ দ্বীপ এর মানুষের আয়ের প্রধান উৎস হলো চাষাবাদ আর নদীতে মাছ শিকারের উপর। এই দ্বীপের ৮০-৯০ ভাগ লোক জেলে,কৃষক,দিনমজুর। কিন্তু দুঃখজনক বিষয় এই দ্বীপের মানুষ সব দিক থেকে বঞ্চিত। এ দ্বীপ এ নেই কোন টেকসই বেড়ি বাঁধ। একটু ঘৃর্নিঝড় কিংবা জোয়ারের পানি বাড়লেই আতঙ্কের মধ্যে থাকে এই দ্বীপের মানুষ। জোয়ারের পানি বাড়লেই তলিয়ে যাচ্ছে নিন্মাঞ্চল যায়গা গুলো। নদীর স্রোতের প্রভাবে চারপাশ ভেঙ্গে দিন দিন ছোট হয়ে যাচ্ছে এই দ্বীপটি। সামান্য কিছু যায়গায় ব্লক পালানো হলে ও অন্যান্য যায়গায় এখন পযর্ন্ত কোন ভূমিকা নেই সংস্করণের। ভাঙ্গনের প্রভাবে আজ ভিটে মাটি হারা হয়েছেন অনেক পরিবার। দিশেহারা হয়ে পড়েছেন এই দ্বীপের মানুষ। স্থানীয় লোকজনের এখন একটাই দাবি নদী ভাঙ্গন রোধে স্থায়ীভাবে ব্লক ফেলে নদী ভাঙ্গন রোধ এ টেকসই বেড়ি বাঁধ। সম্প্রতি ইয়াস এর তান্ডবে কাচা বেড়িবাঁধ গুলো ভেঙ্গে জোয়ারের পানিতে তলিয়ে গিয়েছে হাজার হাজার ঘরবাড়ি মাছের ঘের। ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে অনেক পরিবার। আজ দিশেহারা এই দ্বীপের মানুষ।
মাননীয় প্রধান মন্ত্রী এই দ্বীপটি ছিল জাতির জনক বঙ্গবন্ধুর চিন্তা নিবাস। বঙ্গবন্ধুর স্বপ্ন এবং চিন্তা নিবাস কে নদী ভাঙ্গনের হাত থেকে স্থায়ীভাবে ব্লক দিয়ে রক্ষা করুন। না হয় এই দ্বীপটি অচিরেই বিলীন হয়ে যাবে নদীর গর্ভে।
মাননীয় এমপি আবদুল্ল্যাহ আল ইসলাম জ্যাকব এবং দূর্যোগ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের প্রতি এই দ্বীপের মানুষ তাকিয়ে রয়েছে স্থায়ীভাবে ব্লক ফেলে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাবে বলে।
Leave a Reply