চিলাহাটিতে করলা ফসলের সাথে এ কেমন শত্রুতা।
মোঃ সুমন ইসলাম ডোমার নীলফামারী প্রতিনিধি।
ডোমার উপজেলার ২ নং কেতকীবাড়ি চাঁন্দখানা গ্রামের ০৫ নং ওয়াড আমঠাকুর পাড়ায়, এক করলা বাগানে শত্রুতা মুলক সব গাছ কেঁটে ফেলে।
কৃষক খায়রুল ইসলাম( ৪০) আধা বিঘা জমি উপর করলা বাগান লাগান, খায়রুল ইসলাম বলেন আমি গান,বিত্রিরি করে অনেক কষ্টে করলা চাষ করি,করলা বাগানে আমার ৩০, ৪০ হাজার টাকা বেয় হয়, সে বাগান থেকে অনেক গরীব মানুষ চলে, আমি সন্ধায় করলা বাগান থেকে বাড়িতে যাই, গত ২৭ তারিখ মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা করলা বাগানের সব গাছ কেটে দিয়ে এই ক্ষতি সাধন করে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক ২ নং কেতকীবাড়ি
ইউনিয়নের বি এস কে অবগত করেন, তিনি জানান সরেজমিনে গিয়ে তদন্ত করা হরে, তিনি আরো জানান ডোমার উপজেলা কৃষি অফিসারের কাছে লিখিত অভিযোগ করতে হবে, এই বিষয়ে ২ নং কেতকীবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান জহুরুল হক প্রামানিক( দিপু) বলেন আমি চেষ্টা করছি অপরাধী যে হোক না কেন তাকে খুঁজে বেড় করবো আমার ইউনিয়নে কোন খারাপ কাজ করতে দিবো না, এ বিষয়ে ০৫ নং ওয়াডের ইউপি সদস্য জানান অপরাধী যে কে হোন না কেন তাকে ছার দেওয়া হবে নাই।
মোঃ সুমন ইসলাম ডোমার নীলফামারী প্রতিনিধি, ৩০/০৩/২০২১ ইং মোবাইল নম্বর ০১৭৮০৫৫১৬১৭/
Leave a Reply