মোঃ জাকারিয়া।
বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ জেলা,
ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট সোমবার মহদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়নের ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা ফুটবল দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় (বালক দল) মহদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও (বালিকা দল) খাসগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, উভয় দলই কালেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গৌরব অর্জন করেছে। বিকেলে পুরস্কার বিতরণী সভায় সিংচাপইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলার ইউ আর সি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব। এদিকে বৃষ্টি ভেজা সকালে টুর্নামেন্টের উদ্ভোদন করেন একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া। খেলায় অংশগ্রহণকারী সকল ক্রীড়াবিদ ও শিক্ষকের মাঝে পরিষদের পক্ষথেকে নাস্তা ও লাঞ্চ পরিবেশন করা হয়। অনেক দর্শক দিনভর এই টুর্নামেন্ট উপভোগ করেন। চ্যাম্পিয়ন উভয় দলকে নগদ ৩০০০ টাকা উপহার দেন চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল।
Leave a Reply