এইচ, এম, আব্বাস খান…চট্টগ্রাম
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক, নগর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি শেষে ২নং গেইট বিপ্লব বেদিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। র্যালি পূর্ব সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী বলেন, ১৯৭৫’র সালের ৭ নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা। যার মাধ্যমে বাংলাদেশে জাতীয়তা বাদী শক্তির পথ চলা সুগম হয়। জাতির সংকটকালীন মুহুর্তে শহীদ জিয়ার ভূমিকা চিরস্মরণীয়। শহীদ জিয়া দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলে। শহীদ জিয়া দিশেহীন জাতির আলোক বর্তিকা। ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, দেশমাতৃকার চরম সংকটকালে ৭৫’র ৩ নভেম্বর কুচক্রিরা জিয়াউর রহমানকে ক্যান্টেনমেন্টে স্বপরিবারে বন্ধি করে। ৭ নভেম্বর দেশপ্রেমিক সৈনিক এবং জনতার ঢলে এক অনন্যা সংহতির স্ফুরণ ঘটে। এবং জিয়াউর রহমান বন্দি দশা থেকে মুক্ত হন। এই ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকবেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম, এড. ইফতেখার মহসিন, হুমায়ুন কবির আনসার, লায়ন হেলাল উদ্দিন, চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী,মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, অধ্যাপক আহসানে মওলা, ব্যাংকার মোস্তাফিজুর রহমান চৌধুরী, নুরুল কবির, ভিপি মোজাম্মেল, বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ইসহাক চৌধুরী, কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস.এম. মামুন মিয়া, বাঁশখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া, সদস্য সচিব খোরশেদুল আলম আইয়ুব, জেলা কৃষক দলের আহ্বায়ক সৈয়দ সাইফুদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মঞ্জুর উদ্দিন তালুকদার, এড. আবু তাহের, এড. শওকত ওসমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শহীদুল আলম শহীদ, বিএনপি নেতা আবুল কালাম আবু, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা হাফেজ মোঃ ফোরকান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুল করিম, সদস্য সচিব মাওলানা মাহফুজুর রহমান আনিস, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রাহী, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক ফৌজুল কবির ফজু, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক দিল মোহাম্মদ মঞ্জু, আহমদ ছগির, চেয়ারম্যান মোঃ মহসিন প্রমুখ।
Leave a Reply