আল আমিন নাঈম, সিলেট সদর প্রতিনিধিঃ
সন্ধানী কেন্দ্রীয় পরিষদের তত্ত্বাবধানে এবং সন্ধানী করতে ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দ, পার্কভিউ মেডিকেল কলেজ সিলেট এর সহযোগীতায় ১৫ আগস্ট বিকেলে সিলেট শহরের অদূরে খাদিমনগরে একজন অসহায় বিধবা মহিলার ভাংগা ঘর মেরামত করে দেওয়া হয়।
উল্লেখ্য বিধবা মহিলা ওনার দুই সন্তানসহ পলিথিন মোড়ানো ঘরে বসবাস করে আসছিলেন। বৃষ্টির কারণে ওনাকে আরো দূর্ভোগ পোহাতে হচ্ছিল। এমতাবস্থায় পার্কভিউ মেডিকেল কলেজের সন্ধানী ইচ্ছুক এক শিক্ষার্থীর মাধ্যমে খবর পেয়ে সন্ধানী কেন্দ্রীয় পরিষদের তত্ত্বাবধানে আজ জাতীয় শোক দিবসে বাড়িটি মেরামত করে দেয় পার্কভিউ মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দরা। ‘ জয় হোক সন্ধানীর, জয় হোক মানবতার’।
Leave a Reply