মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলাবাজার তাকে ১০০ পিস ইয়াবাসহ, ফুলতলার সাজু কে আটক করেন৷
মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জুড়ী বাসীর বৃহত্তর স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জুড়ী থানার পুলিশ৷
এরই ধারাবাহিকতায় বুধবার(২৩ জুন) রাত সময় ২০.৩০ ঘটিকায় গ্রেফতার করা হয় জুড়ী থানা পুলিশের অভিযানে আসামি সাজু (২৮) পিতা এলাইছ আহমেদ,- ইয়াবা, ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সাং- ফুলতলা বাজার,থানা- জুড়ী, জেলা-মৌলভীবাজারকে এলাকা হইতে গ্রেফতার করেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, দিকনির্দেশনায়
জুড়ী থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে, জুড়ী থানার এসআই/ অনিক রঞ্জন দাস,এএসআই/ মনিরুল ইসলাম,এএসআই জোসেফ আহমদ, সঙ্গীয় ফোর্সসহ বিজয় কর, ফরিদ আহমেদ এবং মোরসালীন৷
এব্যাপারে জানান জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, বলেন তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনায় জুড়ী থানার মামলা নং ১২, তারিখ- ২৩/৬/২১ইং।
ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) এর ১৯(ক) রুজু করা হইল।
মামলা রুজুর পর আসামীকে আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply