মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
প্রতিনিধিঃ জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছাসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী জানিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট জুড়ী উপজেলা শাখা এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
২২ আগস্ট বিকাল ৫.০০ ঘটিকায় জুড়ীর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের জনমিলন কেব্দ্রে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম ইমন’র সঞ্চালনায় এবং সভাপতি মোঃ খলিলুর রহমান’র সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যকরী সদস্য ও সম্মিলিত সাংস্কৃতিক জোট জুড়ী উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ ইমরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট জুড়ী উপজেলা শাখার সহ-সভাপতি ডাঃ মুফচ্ছিল আলী, জুড়ী উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল লতিফ, মোঃ আব্দুল মনাফ, মোঃ মতছিন আলী, জুড়ী উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি মোঃ সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, নাট্যযোদ্ধা সিলেট’র কার্যকরী সদস্য শিক্ষক বিভাস রুদ্রপাল প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট জুড়ী উপজেলা শাখার কার্যকরী ও সংগীত শিক্ষক সদস্য শ্রীকান্ত দাস, সাংস্কৃতিক সম্পাদক ও সংগীত শিক্ষক প্রসাদ দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক উদীয়মান সংগীতশিল্পী কেশব মজুমদার।
পরিশেষে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ ও ২১ আগস্টে নিহত সকল শহীদদের বিদেহ আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল, মোনাজাত ও শিরণী বিতরণ করা হয়। মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন জুড়ী উপজেলা সাংস্কৃতিক জোট’র সভাপতি মোঃ খলিলুর রহমান।
Leave a Reply