বদরুল হাসান – জৈন্তাপুর প্রতিনিধি
১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম এর উদ্যোগে ও ছাত্রলীগ নেতা এহসানুল হক রাহির সহযোগিতায় কোমলমতী শিশুদের নিয়ে কেক কাটা ও ভোজনের আয়োজন করা হয়।এতে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ নেতা সাগর সেন শুভ,তাহসিন টুটুল,বিক্রম চন্দ্র বাপ্পা,নিহাল পাল,ইয়াহিয়াআলম,নিয়াজ,শাহিন,বায়েজিদ,সৌরভ,আবু সাইদ,মুবিন,রকি,কয়েছ সহ আরও অনেকে।
এরকম ব্যতিক্রমী উদ্যোগ এর ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম বলেন কোমলমতী শিশুদের নিয়ে এইরকম আয়োজনের মাধ্যমে তাদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা পৌঁছে দিতে হবে।
Leave a Reply