জ্ঞান তাপস ডঃ মুহাম্মদ শহিদুল্লাহর
পদক পেলেন নীলফামারীর রউফুল
নীলফামারী প্রতিনিধি : রংপুর বিভাগের ১০ জনকে হারিয়ে জ্ঞান তাপস পদক পেলেন, নীলফামারী সদরের আব্দুর রউফ।
জানা যায়, গত ২৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ শিশু কল্যান পরিষদ মিলনায়তনে, মানব সেবায় অবদানের জন্য দেশের ২০ জন সমাজ সেবক এবং দানশীল ব্যাক্তিবর্গকে বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটি, ডঃ মুহাম্মদ শহিদুল্লাহ ক্রেষ্ট প্রদান করেন। এর মধ্যে নীলফামারীর এ আর ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এবং এ আর জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ রউফুল কে এই ক্রেষ্ট এবং প্রশংসা পত্র প্রদান করা হয়।
এদিকে ক্রেষ্ট জয়ের জন্য নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা ভিসন জেলা প্রতিনিধি নুর আলম সিদ্দিকী দুলাল, সেক্রেটারি বাংলাদেশ পোস্টের জেলা প্রতিনিধি, আল আমিন, রিপোটার্স ফোরামের সাদিকুর রহমান শাহ স্কলার, আর টিভি জেলা প্রতিনিধি রাব্বি প্রধান, চ্যানেল আই জেলা প্রতিনিধি আনোয়ারুল হক প্রধান, যমুনা টিভি ও দৈনিক সংবাদ জেলা প্রতিনিধি আতিয়ার রহমান বাড্ডা, এসিয়ান এইস জেলা প্রতিনিধি রাজা আহমেদ, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি পারভেজ উজ্জ্বল, দৈনিক বর্তমান জেলা প্রতিনিধি নাসির উদ্দীন শাহ মিলন এবং আমার বার্তা জেলা প্রতিনিধি বিএম খাজা নেওয়াজ,
দৈনিক বিজয়ের বানী জেলা প্রতিনিধি নুরল আমিন শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
Leave a Reply