ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে গুরুতর আহত ৩
নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুত্বর আহত হয়েছেন।
বৃহঃবার(০৬ মে) সকালে উপজেলার সড়কুতিয়া তালতলায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন,বাগমারার কামারখালির
শাওন (২৫)বাঁধন(২৮)মিলন(২৬)। আহতরা সকলেই রাজমিস্ত্রি কাজের জন্য আসছিলো।
স্থানীয়রা সূত্র জানা যায়,সড়কুতিয়া তালতলায় মাটির ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা ৩ জনই গুরুতর আহত হয়। এসময় ট্রলি পালিয়ে যায়।
স্থানীয়রা ৩ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরন করেন।
শফিকুল ইসলাম
নাটোর
প্রতিনিধি,
Leave a Reply