নিজেস্ব প্রতিবেদক :যুব আইনজীবীদের বৃহৎ সংগঠন “ভয়েস অব লইয়ার্স”এর সম্মানিত উপদেষ্ঠা নির্বাচিত হয়েছেন, সাবেক ছাত্রনেতা,বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুর্টি এটর্নিজেনারেল শেখ সাইফুজ্জামান (জামান)।গত ২৩/০৬/২০২১ ইং তারিখে “ভয়েস অব লইয়ার্স “এর কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।
“ভয়েস অব লইয়ার্স “এর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক অ্যাডভোকেট এস,ডি দুর্জয় কর্তৃক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়ে জানানো হয়।
এই বিষয়ে ডেপুর্টি এটর্নিজেনারেল শেখ সাইফুজ্জামান (জামান) তাকে সম্মানিত উপদেষ্ঠা নির্বাচিত করায় “ভয়েস অব লইয়ার্স”এর সকল নেতাকর্মী দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই সংগঠনের সফলতা কামনা করেন।
Leave a Reply