তরুণ প্রজন্মের মাঝে সাড়া ফেলেছেন ৪ নং কাচিয়া ইউপি র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাওন
মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন প্রতিনিধি ঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সারা দেশের ন্যায় প্রচার প্রচারণা জমে উঠেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলা থানা ইউনিয়ন গুলোতে। প্রচার-প্রচারণায় সকল শ্রেণীর প্রার্থীরা মাঠে নামায় এলাকায় নির্বাচনী আমেজ শুরু হয়েছে। চায়ের আড্ডায় চলছে প্রার্থীদের নাম। সেই ধারাবাহিকতায়
৪নং কাচিয়া ইউনিয়ন পরিষদ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে ইউনিয়ন ব্যাপী প্রচার প্রচারণা ব্যস্ত সময় পার করছে মুশফিকুর রহমান শাওনের কর্মীবৃন্দ। তিনি ৪নং কাছে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগকে সাথে নিয়ে সব সময় এলাকার খবর নিয়েছেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা ছাড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ায়াছেন। ভোটারদের মনে স্থান করে নিয়েছেন ভালোবাসার মানুষ হিসেবে। তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এই প্রার্থী। করোনাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন সাধ্যমত বিতরণ করেছে ত্রাণ সামগ্রী। মুশফিকুর রহমান শাওন জানা আমি রাজনৈতিক পরিবারের সন্তান।আমার দাদা বারেক মিয়া ছিলেন ৪ নং কাচিয়া ইউনিয়ন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং দীর্ঘ সময় ধরে আমার আমার চাচা আব্দুল হালিম নাগর ছিলেন এই ইউনিয়নের চেয়ারম্যান। আমার নানা আলহাজ্ব আবদুর রব কাজী কাচিয়ার ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।আমার পরিবার সব সময় জনগণের পাশে ছিলেন, আমিও জনগণের পাশে আছি এবং থাকব। জনসেবার ইচ্ছা থেকেই ইউনিয়ন নির্বাচনে আসা। জনগণ চাইলে আমি নির্বাচন করবো। নির্বাচিত হওয়ার ব্যাপারে আশাবাদী । নির্বাচিত হলে তরুণদেরকে নিয়ে কাজ করব না হল পাশে থেকে সেবা করে যাব।
Leave a Reply