জিএম তারেক সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার তালা উপজেলায় বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুননেছা মুজিবে’র জন্মবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় তালা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদানের মধ্যে দিয়ে অনুষ্টানে শুরু হয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন তালা উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন, তালা থানার এস.আই পীযূষ কান্তি ঘোষ প্রমুখ।
এ সময়ে অতিথিগণ তাদের বক্তব্যের মধ্যে বঙ্গমাতা ফজিলাতুনেছা জীবনী নিয়ে বিশাদ আলোচনা করেন। অনুষ্টানের শেষে সাতজন দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিনসহ তাদের সকলকে নগদ দুই হাজার করে সন্মানি প্রদান করা হয়।
Leave a Reply