দরবস্ত বাজারের কাজে অনিয়ম ও দূর্নীতি।
হাসান বদরুল – জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪ নং দরবস্ত ইউনিয়নে অবস্থিত দরবস্ত বাজারে উন্নয়ন কাজে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। সদ্য নির্বাচিত দরবস্ত বাজার ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে এমন অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রদান করা হয়েছে। অভিযোগে উল্লেখ রয়েছে বিগত অর্থ বছরে দরবস্ত বাজারের লীজ হতে ১৫% হারে যে টাকা বাজারের উন্নয়নে ব্যবহার হওয়ার কথা থাকলে ও স্হানীয় ই/পি চেয়ারম্যান তাহা সটিক ব্যবহার করেন নাই,, এমন কি এ যাবত বাজারের যে উন্নয়ন হয়েছে তা বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ কেহ অবগত না। চেয়ারম্যান সাহেব উনার ইচ্ছে মত লোক দিয়ে অতি নিম্নমানের জিনিসপত্র দিয়ে বাজারের সিসি ডালাই সহ কয়েকটি কাজ করিয়েছেন।। যাহা কাজ শেষ হওয়ার পর ই ডালাই উটে যায়। এমন কি বাজারের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগানোর সময় ও বাজারের নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কে অবগত করা হয় নাই। এবং যে জায়গায় ক্যামেরা লাগানোর কথা, সে জায়গায় না লাগিয়ে অন্য জায়গায় লাগানো হয়েছে। এসব বিষয় নিয়ে একাধিক বার ইউনিয়ন চেয়ারম্যান এর সাথে বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ আলাপ আলোচনা করতে চাইলে। চেয়ারম্যান কাউকে কোন পাত্তা দেন নাই।। বাধ্য হয়ে বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ তাদের নিজস্ব প্যাডে গত ২১-০৪-২০২১ ইং তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দাখিল করেন,, এবিষয় জানতে দরবস্ত ইউনিয়ন এর চেয়ারম্যান এর ফোনে বার বার কল দিলে তিনি রিসিভ করেন নাই।
Leave a Reply