1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. hasan@dainikbijoyerbani.com : Hasan :
  3. zakirhosan68@gmail.com : dev : dev
দিনাজপুর জেলার শ্রেষ্ঠ সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাজিম উদ্দিন  - dainikbijoyerbani.com
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন
ad

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাজিম উদ্দিন 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২২ Time View

বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ

নানামুখী কর্মকান্ড ও প্রাথমিক শিক্ষার অগ্রগতিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ দিনাজপুর জেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনোনীত হয়েছেন মোঃ নাজিম উদ্দিন।

প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়ে দিনাজপুর জেলার ১৩ টি উপজেলার বাছাই প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী   প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে মোঃ নাজিম উদ্দিনকে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ জেলা কমিটি নির্বাচীত করেন। তিনি ঠাকুরগাঁও জেলার রাণীসংকৈল উপজেলার অধিবাসী। ছোট বেলা থেকে লেখাপড়ার পাশাপাশি নতুন কিছু করার আগ্রহ ছিল তার মধ্যে। রংপুর কারমাইকেল কলেজ থেকে উদ্ভিদ বিজ্ঞান থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন ২০০৯ সালে। এরপর সহকারী শিক্ষা কর্মকর্তা হিসাবে ২০১৪ সালে বীরগঞ্জ উপজেলায় চাকুরি জীবন শুরু করেন।  কর্মস্থলে তিনি সহকারী শিক্ষা অফিসার হিসাবে সফলতার স্বাক্ষর রাখেন।তিনি বিরামপুর উপজেলায় ১৭ আগষ্ট ২০২৩ সালে যোগদান করেন। বিরামপুর উপজেলার ৩টি ক্লাস্টারের মধ্যে সবচেয়ে বড় কেটরাহাট ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসার হিসাবে দায়িত্বপ্রাপ্ত হন এবং দক্ষতার সাথে দায়িত্ব পালনে সমর্থ হন। দায়িত্বপ্রাপ্ত এলাকার শিক্ষার উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। ক্লাস্টারের ৫০ টি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক পরিবেশ সফলতার সাথে উন্নয়নে কাজ করে চলেছেন।ক্লাস্টারে তার সুদূর প্রসারী কর্মকান্ডের মধ্যে রয়েছে, কাবিং ও সহ শিক্ষা কার্যক্রম মান সম্মতভাবে বাস্তবায়নেরর লক্ষ্যে কাজ করা। লক্ষ্য অর্জনে তিনি ইতোমধ্যে ক্লাস্টার পর্যায়ে মা সমাবেশ, অভিভাবক সমাবেশ, উঠান বৈঠক নিয়মিত ভাবে বাস্তবায়ন করে আসছেন।তিনি বিদ্যালয় গুলোতে নিয়মিত মা সমাবেশের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়নের ফলাফল, উপস্থিতি, পোষাক, নিশ্চিতকরণ সহ নানা বিধী বিষয় নিয়ে বিভিন্ন পরামর্শ প্রদান ও গ্রহণ করে থাকেন। যা সন্তান গড়ার হাতিয়ার হিসেবে কাজে লাগে। এ ছাড়া কাবিং কার্যক্রম ও প্রধান শিক্ষকদের আইসিটি সক্ষমতাবৃদ্ধি বিষয়ক ওরিয়েন্টেশন, প্রত্যন্ত এলাকায় অভিভাবকদের সচেতনতাবৃদ্ধিতে রুটিন ওয়ার্কের পাশাপাশি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা, উপবৃত্তি কার্যক্রম নিশ্চিত করতে অসচেতন জনগণের মাঝে উপবৃত্তি বিতরণ ও উত্তোলনের বিষয় নিয়ে যথাযথ মতবিনিময় করার কাজ করে যাচ্ছেন। ক্লাস্টারের বিনাইল ও কাটলা ইউনিয়নের অধিকাংশ এলাকার রাস্তাঘাট খারাপ হওয়া সত্যেও কার্যক্রম বাস্তবায়নে যথাযথ দায়িত্ব পালন করে আসছেন। তার কঠোর পরিশ্রমের কারনে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা ৩ জন সহকারী শিক্ষা কর্মকর্তার মধ্যে তাকে শ্রেষ্ঠ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত করেন।

এর আগে ২০১৭ সালে বীরগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত হন। এবার ২০২৪ সালে তার কঠোর পরিশ্রমের কারনে উপজেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার অর্জনের মধ্য দিয়ে জেলা পর্যায়ে ১৩ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ জেলা সহকারী শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হন।এ উপলক্ষে নাজিম উদ্দিনকে জেলা শিক্ষা বিভাগের শিক্ষকদের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। বিভাগীয় পর্যায়েও তিনি সফল হবেন বলে সকলে প্রত্যাশা ও দোয়া কামনা করেছেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি