জিএম তারেক সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় বি আর ডিবির আয়োজনে সোমবার(১৯জুলাই) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদেরকে আর্থিক ঋন বিতরন উদ্বোধন করা হয়েছে। ২০২০-২০২১ অর্থবছরে করোনা ভাইরাস পরিস্থিতিতে পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কুটির, ক্ষুদ্র ও মাঝারী শিল্প খাতের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রনোদনা প্যাকেজের আওতায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় উদ্যোক্তাদের মাঝে এই আর্থিক ঋন বিতরন কার্যক্রমের উদেব্ধান করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, বিআরডিবির সাতক্ষীরার উপ-পরিচালক আব্দুল আলিম, দেবহাটা বিআরডিবি চেয়ারম্যান জাকির হোসেন ও দেবহাটা আরডিও কর্মকর্তা আব্দুস সালাম, এ আরডিও মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। শিল্প খাতের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রনোদনা প্যাকেজের আওতায় সাতক্ষীরা জেলায় ৩ কোটি ৩০ লক্ষ ৭৫ হাজার টাকার ঋন বিতরনী কার্য্যক্রম পরিচালনা করা হবে। তার মধ্যে সোমবার(১৯জুলাই) সারাদেশে কয়েকটি উপজেলার সাথে দেবহাটা উপজেলাতে ও এই ঋন বিতরনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে হাফিজুর রহমানকে ২ লক্ষ টাকা, সুনীল আচার্য্যকে ১ লক্ষ ৫০ হাজার টাকা ও আজগার আলীকে ৫০ হাজার টাকার ঋন দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পরবর্তীতে আরো ঋন বিতরন পরিচালনা করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়েছে।
Leave a Reply