সোহেল মিয়াঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু হেনা আজিজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। এর গত ১২ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো.আবু জাফর রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী ইউপি চেয়ারম্যান আজিজ তার স্ত্রী-সন্তানকে লন্ডনে রেখে দেশে একা বসবাস করছিলেন। এ অবস্থায় সদর উপজেলার রঙ্গারচর এলাকার এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি। পরে গত বছরের ০৯ আগস্ট চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এনে সদর থানায় মামলা করেন ওই নারী।ওই মামলায় শহরের পৌর এলাকা থেকে আজিজকে গ্রেফতার করে পুলিশ।
Leave a Reply