শামিম আহমদ কবির
দোয়ারাবাজার থেকেঃ
দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে
১৬ বছর পর পরোয়ানাভুক্ত পলাতক আসামী রফিল আলীকে আটক করা হয়েছে।
২৬(জুলাই) সোমবার ১১ টায় উপজেলার নরসিংপুর ইউপির নাছিমপুর বাজারে অভিযান পরিচালনা করে
দোয়ারাবাজার থানার এএসআই মোঃ শরীফ মিয়া, এএসআই আবু নাঈম, এএসআই কামাল এবং কং/ মিজান সহ পুলিশের একটি টীম আসামী রফিক আলীকে আটক করে। দোয়ারাবাজার থানা জিআর-৫০/০৫ হত্যা মামলার পরোয়ানা ভুক্ত আসামী রফিক আলী উপজেলার নরসিংপুর ইউপির দৌলতপুর গ্রামের আলা উদ্দিন এর পুত্র।
আটকের বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর বলেন,আসামীকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। এরকম অভিযানে দোয়ারাবাজার থানার পুলিশ বদ্ধপরিকর।
Leave a Reply