1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
নওগাঁয় জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক এর রক্ত দান কর্মসূচি - dainikbijoyerbani.com
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন
ad

নওগাঁয় জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক এর রক্ত দান কর্মসূচি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ১৩৫ Time View

আরাফাত হোসেন হিমেল,নওগাঁ জেলা প্রতিনিধিঃ

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক, নওগাঁ এর স্বেচ্ছায় রক্ত কর্মসূচি গ্রহন করে।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ,নওগাঁ জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মহসিন আলী চৌধুরী মাসুম,যুবলীগ নেতা শাহাপরান নয়ন,সাবেক ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহমেদ ইমরান।

উক্ত সংগঠনের সভাপতি তানজিত আরফিন ও সাধারণ সম্পাদক এহসান আহমেদ আকাশ সহ বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক,নওগাঁ এর সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায়ঃ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন (এম.পি) নওগাঁ সদর।

এই সময় আরো উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ তৎকালীন বৃহত্তর ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ছাত্রাবস্থায় রাজনীতিতে জড়িয়ে পড়েন। বায়ান্নর ভাষা আন্দোলনে তিনি ছিলেন সংগ্রামী নেতা। শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তি সনদ ৬ দফার প্রণেতা ছিলেন। সত্তরের নির্বাচনে অংশ নিয়ে বঙ্গবন্ধু আওয়ামী লীগকে এ দেশের গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত করেন।

পাকিস্তানের সামরিক জান্তার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলে ষাটের দশক থেকে তিনি বাঙালি জাতীয়তাবাদের অগ্রনায়কে পরিণত হন। ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে লাখো জনতার উত্তাল সমুদ্রে বঙ্গবন্ধু বজ কণ্ঠে ঘোষণা করেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ এ ঘোষণায় উদ্দীপ্ত, উজ্জীবিত জাতি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ছিনিয়ে আনে দেশের স্বাধীনতা। বঙ্গবন্ধুর অমর কীর্তি এ স্বাধীন বাংলাদেশ।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির ইতিহাসের সবচেয়ে কালিমাময় দিন। রক্তঝরা এই দিনে জাতি হারিয়েছে তার গর্ব, ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে সেদিন ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে নিজ বাসভবনে বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর পরিবার-পরিজনকেও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি