1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
নগরীর হরিনাফুলিয়ায় অবৈধভাবে জোরপূর্বক জমি দখল ও মারধরের অভিযোগ পাওয়া গেছে - dainikbijoyerbani.com
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন
ad

নগরীর হরিনাফুলিয়ায় অবৈধভাবে জোরপূর্বক জমি দখল ও মারধরের অভিযোগ পাওয়া গেছে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২ Time View

নিজস্ব প্রতিবেদক

বরিশাল নগরীর ২৬নং ওয়াডর্স্থ হরিনাফুলিয়া মাদ্রাসার পিছনে জমি নিয়ে বিরোধের জেরে দফায় দফায় হামলা চালিয়ে ১০ জনকে রক্তাক্ত জখম করা হয়েছে। জানা যায় গত ৭.৯.২৪ তারিখ দুপুরে ও বিকালে দফায় দফায় হামলা চালিয়ে তাদের পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে আহতের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রে জানা গেছে, হরিনাফুলিয়ায় মাদ্রাসা এলাকায় রফিকুল ইসলাম (৪৫) গং এর জমি অবৈধভাবে দখলে নিয়ে নেয় এবং রফিকুল ইসলামের বসত ঘর ভাংচুর করে এবং দীর্ঘদিন নিজের জমিতে যাওয়ায় বাধা ও নিজেদের ঘর নিজেরা ভেঙে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে।
মৃত রসুল খানের পূত্র আজিজ (৪৫) গং। এসময় ভূমিদস্যুদের জমি দখলে বাঁধা দিলে ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জমির মালিক মৃত মোসলেম হাওলাদারের পূত্র রফিকুল ইসলাম (৪৫), তার পূত্র সোহান (১৭), রানা (২৫), রাজিব (৩০), নাহিদ(২২), আনোয়ার হোসেনের পূত্র বাবু (২৫), খালেক খানের পূত্র বাবলু খান (২৫), নাহিদের স্ত্রী শাপলা (২২), মিলনের স্ত্রী লামিয়া (২১), রফিকুল ইসলামের স্ত্রী খুকু (৩৫), রাজার স্ত্রী শেলীনা(৩০)কে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেন সন্ত্রাসীরা। হামলাকারীরা হলেন মৃত রসুল খানের পূত্র আজিজ (৪৫), মৃত ফজলে আলী খানের পূত্র জসিম (৩৫), সহোদর রুমান (৩৫), মোঃ আজিজের পূত্র ফয়সাল (২৫), মৃত রসুল খানের পূত্র মোসলেম (৬০), মোঃ শামসুর পূত্র রিপন (৪৫) মোঃ শাজাহানের পূত্র রুবেল (৩০) সহ আরও ৮/১০জন অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাদের দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন। এঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় ১৪৩/৩৪১/৩২৩/৩৭৯/৫০৬এবং পেনাল কোর্ট ১৪৬০ ধারায় একটি মামলা দায়ের করা বলে নিশ্চিত করেছেন আহতের স্বজনরা।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি