নজরপুর ইউনিয়ন তাঁতী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি :- নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নে নজরপুর ইউনিয়ন তাঁতী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়। ৭ মে শুক্রবার বাদ জোহর দড়ি নবীপুর গ্রামে আক্তার হোসেনের বাগান বাড়িতে নজরপুর ইউনিয়ন তাঁতী লীগের নবনির্বাচিত সভাপতি মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে ও মোঃ শরীফ সরকারের সন্ঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা তাঁতী লীগের আহবায়ক কায়কোবাদ কানু, বিশেষ অতিথি ছিলেন :- News Narsingditv’র চেয়ারম্যান আশিকুর রহমান, সদর উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক শেখ মহিউদ্দিন, নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইসমাঈল হোসেন মাষ্টার, শহর তাঁতী লীগের সভাপতি হিরু সরকার, নজরপুর ইউনিয়ন যুবলীগ নেতা বাহাউদ্দীন সরকার, আওয়ামী লীগ নেতা ও নজরপুর বটতলা মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আক্তার হোসেন। এছাড়াও আরও উপস্হিত ছিলেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক মিয়া, শহর তাঁতী লীগের সহ-সভাপতি বন্যা ভূঁইয়া, খোরশেদ মিয়া, টেক্সটাইল তাঁতী লীগের যুগ্ম আহবায়ক টুটুল মিয়া, পিয়াস সরকার, আলী হোসেনসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমাম্য ব্যক্তিবর্গ। এসময় প্রদান অতিথি উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন :- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাতে গড়া তাঁতী সমিতি থেকে আজ বাংলাদেশ তাঁতী লীগ। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ তাঁতী লীগকে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি দেন। পরে মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা সন্মেলনের মাধ্যমে বাংলাদেশ তাঁতী লীগকে সারা বাংলাদেশে সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য দ্বায়িত্ব প্রদান করেন আমার নেতা আলহাজ্ব ইন্জ্ঞিনিয়ার শওকত আলী ও বাবু খগেন্দ্র চন্দ্র দেবনাথকে। তারা দ্বায়িত্ব পাওয়ার পর বাংলাদেশ তাঁতী লীগের ৭৫টি সাংগঠনিক এলাকায় সফর করে অকালন্ত পরিশ্রম করে আজ তাঁতী লীগকে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত করেছেন। এরই ধারাবাহিকতায় নরসিংদী জেলাতে আমাকে জেলা তাঁতী লীগের আহবায়ক নির্বাচিত করে এ সংগঠনের গুরুত্বপূরণ পদে নির্বাচিত করে দ্বায়িত্ব প্রদান করেন। আমি আমার নেতা বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশ তাঁতী লীগর কেন্দ্রীয় কমিটির নির্দেশে নরসিংদী জেলার প্রতিটি থানা উপজেলা ও শহর কমিটি গঠন করার জন্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি। আমি আমার সাংগঠনিক দক্ষতায় আজ নরসিংদী জেলাতে তাঁতী লীগকে একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সহযোগী সংগঠন হিসেবে দার করাতে পেরেছি। এর প্রমান আপনারা। আপনাদের মাঝেই দেখতে পাই আমার প্রিয় সংগঠন বাংলাদেশ তাঁতী লীগকে। তিনি আরোও বলেন, নজরপুর ইউনিয়ন তাঁতলীগ, তাদের সাংগঠনিক দক্ষতায় নরসিংদী জেলাতে সুনাম অর্জন করবে বলে আমার বিশ্বাস। আলোচনা শেষে নজরপুর বটতলা মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা বেলাল বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর ভাইরাস সংক্রমণরোধে, বঙ্গবন্ধু ও পরিবারের রুহের আত্মার মাগফেরাত, জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করেন। দোয়ার পর উপস্থিত সকলে একসাথে ইফতারে শরিক হয়ে ইফতার করেন।
Leave a Reply