স্টাফ রিপোর্টার এম এ রহিম।
সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময় গোয়াইনঘাট থানার যোগদানকৃত নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব এর সাথে বিনিময় সভা অনুষ্ঠিত।
আজ বুধবার (৩০ জুন) সন্ধ্যায় অফিসার ইনচার্জ এর হলরুমে গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব সভাপতি হিফজুর খাঁন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন এর সঞ্চালনায় মতবিনিময় সভার সংক্ষিপ্ত আলোচনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি,মাদক নির্মূলে চলমান অভিযানসহ সার্বিক বিষয় নিয়ে পুলিশ বিভাগের সাথে মতামতও উঠে আসে আলাপচারিতায়।
গোয়াইনঘাটে উপজেলা মাদক নির্মূলে জিরো টলারেন্সসহ জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশের পরিচালিত অভিযান অব্যাহত রাখার কথা ব্যক্ত করে গোয়াইনঘাট থানার নবাগত ওসি পরিমল চন্দ্র দেব বলেন,গোয়াইনঘাট উপজেলা একটি বিশাল থানা এলাকা উপজেলার সকলকে সহযোগিতা দরকার।
আপনাদের সহযোগিতা নিয়ে এই থানা এলাকার জনসাধারণের জানমালের নিরাপত্তায় কাজ করে যাবো। আমাদের কর্মকালীন সময়ে গোয়াইনঘাটে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং পুলিশের ইতিবাচক ভূমিকাগুলো গণমাধ্যমে তুলে ধরে পুলিশ বিভাগকে উৎসাহিত করতে তারা গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানান।
এ সময় সাংবাদিকরা তাদের পেশাদারিত্ব বজায় রেখে পুলিশ বিভাগকে সব ধরনের সহযোগিতা করবেন বলে অভিমত ব্যক্ত করেন অফিসার ইনচার্জ ওসি পরিমল দেব।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এন টিভির ইউরো প্রধান ও সিলেট প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক সাজু লস্কর,গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবে এর সদস্য এম এ রহিম উদ্দিন,মোঃ নিজাম উদ্দিন,মোঃ সাইদুল ইসলাম,মোঃ রাশেদ আলম,মোঃ নান্নু চৌধুরী, মোঃ জাঙ্গির আলম, আবদুল কাদের,মোঃ রেজওয়ান আহমেদ,মোঃ শাহজাহান আহমেদ,মোঃ কামরুল ইসলাম,মোঃ সফিকুল ইসলামসহ সকল সদস্যরা,ও গোয়াইনঘাট থানার এসআই লিটন রায়,এসআই মাসুম আহমেদ,প্রমুখ।
Leave a Reply