এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পূর্বাঞ্চলের ৬ ইউনিয়ন বাসীর জেলা সদরে যাতায়াতের এক মাত্র রাস্তা হল মহেশ রোড। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রীরা হোন্ডা, সি এন জি, অটোরিকশায় যাতায়েত করেন।বিগত কয়েকদিন ধরে কয়েকজন প্রভাবশালী অসাধু বালু ব্যবসায়ী যানবাহন চলাচলের রাস্তায় বালু রেখে ব্যবসা করায় যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া সহ প্রতিদিন ঘটেছে নানান দূর্ঘটনা।
এ সকল অবৈধ বালু ব্যবসায়ীদের নিয়ে গত ১৮/০৮ তারিখে বিভিন্ন ইলেক্টিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ প্রকাশ করলে অবশেষে গতকাল ২৮ আগষ্ট রোজ শনিবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোশাররফ হোসেন।মোবাইল কোর্ট পরিচালনা করার সময় অবৈধ বালু ব্যবসায়ীদের না পেয়ে বালু গুলো জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন বলেন,অবৈধ বালু ব্যবসায়ীদের নিয়ে টিভি বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করলে ও ওয়ার্ড মেম্বার এর লিখিত অভিযোগ পেয়ে তাদের অভিযোগের ভিত্তিতে আজ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।ব্যাবসায়ীদের না পেয়ে বালু গুলো বিক্রয় করে অর্থ রাষ্ট্রীয় খাতে জমা দেওয়া শর্তে স্থানীয় চেয়ারম্যান এর ছেলে এরশাদ ও মেম্বারের কাছে জিম্মি দেওয়া হয়।ভবিষ্যতে যদি এই রাস্তায় বালু রেখে ব্যবসা করা হয় তাহলে তাদের বিরুদ্ধে কুটুর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply