1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
নরসিংদীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক মাঠ,চলছে খুনোখুনি ও হামলা-পাল্টা হামলা - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
ad

নরসিংদীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক মাঠ,চলছে খুনোখুনি ও হামলা-পাল্টা হামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৬০৪ Time View

আশরাফুল ইসলাম সবুজ

জেলা প্রতিনিধি,নরসিংদী :-

আসন্ন ইউপি নির্বাচন ঘিরে নরসিংদীতে সহিংসতা যেন এক মহা উৎসবে পরিনত হয়েছে। গত কয়দিনে নরসিংদীতে নির্বাচনী পূর্বর্তী সহিংসতায় নিহত হয়েছ ছয় জন। আর আহত হয়েছে কয়েকশত লোক। এছাড়া রয়েছে ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাটসহ হামলা পাল্টা হামলা।

যার মধ্যে বেশ নিহত ঘটনা ঘটে নরসিংদীর মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলআলোকবালীতে। দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন চারজন। মেম্বার প্রার্থীসহ গুলিবিদ্ধ হয়েছেন কমপক্ষে ৩০ জন। বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

নরসিংদীতে খুনোখুনি ও হামলা-পাল্টা হামলায় উত্তপ্ত নরসিংদীর মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলগুলো। সংঘর্ষে রক্তাক্ত হচ্ছে সাধারণ মানুষ।
প্রতি মুহূর্তে হত্যা-পাল্টা হত্যা ঘটলেও শান্ত হচ্ছে না পক্ষগুলো।

এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (৪ নভেম্বর)ভোর সাড়ে ৫টার দিকে আলোকবালীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হন। তারা হলেন নেকজানপুর গ্রামের কটু মিয়ার ছেলে আমির হোসেন (৪৫), আবদুল জলিলের ছেলে আশরাফুল(২২), আবদুল মনু মিয়ার মেয়ে খুশি বেগম (৫০) ও শহিদুল্লাহ মিয়ার ছেলে খায়রুল ইসলাম (৩০)।এ ঘটনায় মেম্বার পদপ্রার্থীসহ গুলিবিদ্ধ হয় কমপক্ষে ৩০ জন। গুলিবিদ্ধ গুরুতর আহত ১০ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় তাহের নামে একজনকে হাসপাতাল থেকে আটক করেছে পুলিশ।

এই ঘটনার পর স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মামুন হাসান সংঘর্ষ ও হতাহতের জন্য পুলিশকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘হামলার আশঙ্কার কথা পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি থানায় অভিযোগ দিয়েও লাভ হয়নি। ফলে এতগুলো লোক মারা গেছে। ’ তবে অভিযোগ অস্বীকার করেছে নরসিংদী পুলিশ। পুলিশ জানিয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে আলোকবালী ইউপি চেয়ারম্যান দীপু ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদুল্লাহর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরেই ১০ দিন আগে দুই পক্ষে সংঘর্ষ হয়। তবে এখানে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পান দীপু। দলীয় মনোনয়ন না পেয়ে আসাদ স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। পরে দলীয় নেতা-কর্মীদের চাপে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এ নিয়ে আসাদুল্লাহর সমর্থক মেম্বার প্রার্থী রিপন মোল্লা ও দীপু সমর্থক মেম্বার প্রার্থী আবু খায়েরের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে গতকাল সকালে রিপন মোল্লার সমর্থকরা টেঁটা-বল্লমসহ অস্ত্রশস্ত্র নিয়ে নেকজানপুর গ্রামে আবু খায়ের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালান।

এর আগে নরসিংদীর রায়পুরায় পাড়াতলী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে মরহুম ফজলু মেম্বার ও বর্তমান শাহ আলম মেম্বারের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সেখানেও দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে দু’গ্রুপের অর্ধশতাধিক ।

নিহতরা হলেন- পাড়াতলী ইউনিয়নে কাচারিকান্দি গ্রামের আবদুল মলফত আলীর ছেলে ছাদির মিয়া (২২) ও একই গ্রামের আসাদ মিয়ার ছেলে হিরন মিয়া (৩৫)।

এ ঘটনায় গুলিবিদ্ধ আহত রাকিব মিয়া জানান, দীর্ঘদিন ধরেই ছোট শাহ আলম ও প্রতিপক্ষ শাহ আলম মেম্বারের মাঝে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জেরে প্রায় ৪ মাস পূর্বে ছোট শাহ আলম গ্রুপের দুইজনের মৃত্যু হয়। ফলে শাহ আলম মেম্বার ও তার লোকজন দীর্ঘদিন যাবৎ বাড়িতে থাকতে পারত না। এরপর বৃহস্পতিবার তারা গ্রামে ফিরে ছোট শাহআলমের পক্ষে ওপর হামলা চালায়। এই ঘটনায় একাধিক মামলাও হয়েছে বলে জানা যায়।

অন্য দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন মৃত্যুর গুজব ছড়িয়ে প্রতিপক্ষের ঘরবাড়িতে ভাংচুর,অগ্নিসংযোগ ও লুটপাট চালায় বলে জানা যায়। এই ঘটনায় গোলজার মেম্বার নামে এক ব্যক্তি হাত পা ভাঙা অবস্থায় ঢাকা পুঙ্গ হাসপাতালে ভর্তি আছেন বলে জানা যায়। পরিদর্শনের মাধ্যমে জানা যায় আমিরগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নলবাটার ভাটি বদরপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে
ও পূর্ব শত্রুতার জের ধরে মৃত্যুর গুজব ছড়িয়ে প্রতিপক্ষ ররি ও তার কর্মীদের ঘরবাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ ও নগদ অর্থসহ প্রচুর পরিমাণে লুটপাট করেন গোলজার মেম্বারের লোকজন।

গত বুধবার (২৮ অক্টোবর) এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই ইউনিয়নের ভাটি বদরপুর গ্রামের রাতে বর্তমান মেম্বার গোলজার হোসেন এর ভাই সুমনের নেত্বতে লোকজন গিয়ে প্রতিপক্ষ রবিসহ তার কর্মীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নগদ অর্থসহ লুটপাট করেন বলে জানান এলাকাবাসি।

তবে গোলজার হোসনের মায়ের সূত্রে জানা যায়, ইউপি নির্বাচন কেন্দ্র করে বুধবার বিকালে গোলজার মেম্বার বাজার থেকে আসার পথে নলবাটা গ্রামে খলাবাড়ি মোড়ে রাস্তা অবরোধ করে রবি ও তার লোকজন। এবং গোলজার মেম্বারের উপর হামলা চালায়।

এ ব্যাপারে আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আতিকুর রহমান ভূঁইয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে।

এছাড়াও রাজনৈতিক উত্তপ্ত বিরাজমান রয়েছে চরদিঘলদী, বাঁশগাড়ি,শ্রীনগর, চরমধূয়া, নিলক্ষাসহ নরসিংদীর বেশ কয়েকটি ইউনিয়নে। তবে পুলিশের হস্তক্ষেপ গত শুক্রবার (৫ নভেম্বর) নরসিংদীর চরদিঘলদী ইউনিয়ন থেকে প্রায় একশত মতো টেটাঁ উদ্ধার করা হয়েছে। এবং যে কোন ধরনের প্রতিকূলতা মোকাবিলা প্রস্তুত আছেন বলে জানান নরসিংদীর জেলা পুলিশ।

সুষ্ঠু ভোট নিয়ে ভোটের মাঝে শঙ্কা :- আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে নরসিংদীর ১২ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেভাবে রাজনৈতিক উত্তপ্ত রয়েছে তাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সাধারণ জনগণ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে রয়েছে রাতের আঁধারে পোস্টার,ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ। প্রচার কার্যক্রম ব্যাহত করতে কর্মী-সমর্থকদের নানাভাবে হুমকি-ধমকি দেওয়া অভিযোগও রয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি