নরসিংদীতে ইফতার নিয়ে অসহায় ও হতদরিদ্রদের মাঝে জেলা ছাত্রদল :
আশরাফুল ইসলাম সবুজ ঃ
মঙ্গলবার ( ৪ঠা মে) ইফতারের পূর্ব মূহুর্তে নরসিংদী আরশিনগরে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নরসিংদী জেলা ছাত্রদলের আইকন নবগঠিত ছাত্রদলের সদস্য সচিব মাইনুদ্দিন ভূঁইয়া ও ছাত্রদল নেতাকর্মীদের উদ্যাগে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় ।
এসময় নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য সচিব মাইন উদ্দিন ভূঁইয়া বলেন ,মানুষ মানুষের জন্য ।তাই আমরা এই করোনা ভাইরাসের লকডাউন এর সময় কর্মহীন সিএনজি অটো চালক এবং অসহায় মানুষ পাশে ইফতার বিতরণ করছি। তাদের জন্য এ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। ছাত্রদল নেতৃবৃন্দ জানান ইফতার বিতরণ অব্যাহত থাকবে, কর্মহীন মানুষের পাশে নরসিংদী জেলা ছাত্রদল থাকবে । আসন্ন ঈদ উপলক্ষে নরসিংদী জেলা ছাত্রদল নরসিংদী বাসীর মাঝে ঈদ উপহার বিতরণ করবে । নরসিংদী জেলা ছাত্রদলের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনার পাশাপাশি আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয় এবং নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সুস্বাস্থ্য কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের বিভিন্ন যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দরা।
Leave a Reply