আশরাফুল ইসলাম সবুজ
নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীতে নবাগত পুলিশ সুপারের সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে পুলিশ সুপারের কর্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম ।
এছাড়াও বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান সাধারণ সম্পাদক হুুমায়ুন কবির শাহ্ সহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনিবার্ণ চৌধুরী, শামসুল আরেফীন সহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নবাগত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগীতা করা হবে। সাংবাদিক ও পুলিশের সম্পর্ক একে অপরের পরিপূরক। পেশাগত দায়িত্ব পালনে সর্বাত্মক নিরাপত্ত দেয়া হবে বলে জানান তিনি।
Leave a Reply