সামাউন আলী ,সিংড়া সংবাদদাতাঃ
নাটোরের সিংড়ায় ০৯ নং তাজপুর ইউনিয়নের তাজপুর বাজার কমিউনিটি ক্লিনিকের নির্মান কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের কাজ করার এই অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানিয়েছেন , বালু ও সিমেন্ট অল্প পরিমাণ ব্যবহার করা হয়েছে। কিউরিন কম হয়েছে। বিল্ডিং টেকসই হবে না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাদ ঢালাই কাজ সমাপ্ত করা হয়েছে। ছাদের একাংশ অসমান্তরাল। স্বল্প পরিমান সিমেন্ট ব্যবহার করা হয়েছে। পিলারের অংশ কিউরিন না থাকায় ভেঙ্গে পড়ছে।
জানা যায়, স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আওতায় ২৫ লক্ষ ৯১ হাজার টাকায় নাটোরের সিংড়া উপজেলা ৯ নং তাজপুর ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক নির্মান কাজটি পায় সিরাজগঞ্জ জেলার একজন ঠিকাদার। রিং এর রড ১০ মিলির পরিবর্তে ৮ মিলি দেয়া হয়েছে এবং সেন্টার টু সেন্টার ৫” পরিবর্তে ৭” পর পর দেয়া হয়েছে। এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নাটোরের এসএই সাইদুল ইসলাম জানান, আমরা কাজটি তদারকির দায়িত্বে রয়েছি। যতটুকু সম্ভব কাজটি ভালো করার জন্য ঐ ঠিকাদার প্রতিষ্ঠান কে চাপ দেয়া হচ্ছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার বলেন, কাজের গুনগত মান খারাপ। রডের পরিমান কম, সিমেন্ট কম হয়েছে। বারবার বলা সত্বেও কাজ ভালো করেনি। ছাদ ঢালাই কাজে সিমেন্ট কম দেয়া হয়েছে। ছাদের একাংশে অসমান। সার্বিকভাবে কাজের মান ভালো না।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান, বিষয়টি আমি জানার পর পরিদর্শন করেছি। কাজের মান ভালো করার পরামর্শ দিয়েছি।কারন কাজ ভালো না হলে ভবন টেকসই হবে না।
Leave a Reply